১৯৭৪ সালের চুক্তিতে ফিরতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রস্তুত সিরিয়া। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি বলেছেন, ইসরায়েলের সঙ্গে ১৯৭৪ সালের সেনা প্রত্যাহার চুক্তি কার্যকর করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতায় আগ্রহী সিরিয়া। গতকাল এ কথা বলেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী।
দামেস্ক থেকে এএফপি জানায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক টেলিফোনালাপের পর দেওয়া বিবৃতিতে শাইবানি বলেন, তিনি ওয়াশিংটনের কাছে সিরিয়ার ‘সহযোগিতার প্রত্যাশা’ ব্যক্ত করেছেন, যাতে ‘১৯৭৪ সালের চুক্তিতে ফিরে যাওয়া সম্ভব হয়।’
উল্লেখ্য, ১৯৪৮ সাল থেকেই সিরিয়া ও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে। -এএফপি