পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের মানিকচক কেন্দ্রের বিধায়ক সাবিত্রী মিত্র বলেছেন, ‘আমার পছন্দ ইসলাম ধর্ম। কারণ মুসলিম সমাজ ধর্ম নিয়ে রাজনীতি করে না।’ বৃহস্পতিবার মালদহ জেলা যুব তৃণমূলের এক সভায় তিনি বলেন, হিন্দুদের সনাতন ধর্মকে ঘিরে বিজেপি রাজনীতি করছে, অথচ মুসলিম সমাজ তা করে না। বিজেপিকে নিশানা করে তিনি বলেন, ‘কেউ রামের নামে ভোট চাইছে, অথচ জয় শ্রীরাম আর জয় জগন্নাথ আলাদা নয়।’
তিনি অভিযোগ করেন, ‘আমাদের স্কুলে গীতা বা মহাভারত শেখানো হয় না, অথচ মুসলিমরা আরবি শিক্ষা ও কোরআন পড়ার সুযোগ পায়। হিন্দুত্বের নামে ভোট নয়, পশ্চিমবঙ্গে বিজেপিকে একটি আসনও পেতে দেওয়া যাবে না।’ পরে গণমাধ্যমে সাবিত্রী বলেন, ‘তৃণমূলকে মুসলিমের দল বলা হয়, তাই আমরা মুসলিমই ভালো।’ তার এ মন্তব্যে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে।