আফগানিস্তানে দাবা খেলা নিষিদ্ধ করেছে তালেবান সরকার। তাদের আশঙ্কা, এ খেলা জুয়ার উৎস হতে পারে। কর্মকর্তারা জানিয়েছেন, ইসলামি শরিয়া আইনের সঙ্গে দাবা খেলা সামঞ্জস্যপূর্ণ কি না, তা নির্ধারণ না হওয়া পর্যন্ত খেলাটি অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ থাকবে। তালেবানের নিষেধাজ্ঞার তালিকায় সর্বশেষ যোগ হলো দাবা খেলা। নারীদের জন্য খেলাধুলায় অংশগ্রহণ দেশটিতে পুরোপুরি নিষিদ্ধ। ২০২১ সালের আগস্টে ক্ষমতা দখলের পর থেকে তালেবান ধীরে ধীরে কঠোর ইসলামি আইন ও বিধিবিধান আরোপ করছে।
রবিবার তালেবান সরকারের ক্রীড়া অধিদপ্তরের মুখপাত্র অটল মাশওয়ানি বলেন, ইসলামি শরিয়ার দৃষ্টিতে দাবাকে ‘জুয়ার মাধ্যম হিসেবে গণ্য করা হয়’। তিনি বলেন, ‘দাবা খেলা নিয়ে কিছু ধর্মীয় বিষয় আছে। সেগুলোর সমাধান না হওয়া পর্যন্ত আফগানিস্তানে এ খেলা বন্ধ থাকবে।’ কাবুলের এক ক্যাফের মালিক আজিজুল্লাহ বলেন, সম্প্রতি কয়েক বছর ধরে তিনি দাবা প্রতিযোগিতার আয়োজন করে এসেছেন। এ খেলা নিষিদ্ধের সিদ্ধান্ত তিনি মেনে নিলেও, এতে তার ব্যবসার ক্ষতি হবে। তিনি বলেন, ‘এখন তরুণদের জন্য বিনোদনের খুব বেশি কিছু নেই। তাই অনেকেই প্রতিদিন এখানে আসত। তারা চা পান করত এবং বন্ধুদের সঙ্গে দাবা খেলত।’ -রয়টার্স