কট্টর ডানপন্থি ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন-গাভির আন্তর্জাতিক নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন করে আল-কুদস তহবিল ও এনডাউমেন্ট অফিস বন্ধ করার নির্দেশ দিয়েছেন। এটি উত্তেজনাপূর্ণ অঞ্চলে ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর আরেকটি আক্রমণাত্মক পদক্ষেপ।
আল-কুদস গভর্নরেট এক বিবৃতিতে এই পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছে, এটি দখলদার তেল আবিব সরকারের একটি নিয়মতান্ত্রিক অভিযানের কাঠামোর মধ্যে পড়ে। যাতে ফিলিস্তিনি নাগরিক সমাজের কাজের উৎস শুকিয়ে ফেলা যায়। আল-কুদসের বাসিন্দাদের অর্থনৈতিক ও সামাজিকভাবে সমর্থন ও ক্ষমতায়নকারী যে কোনো উদ্যোগ বাজেয়াপ্ত করা যায়। গভর্নরেট উল্লেখ করেছে, বেন-গাভির তার অতি-ডানপন্থি অবস্থানের জন্য কুখ্যাত। তিনি আবারও একটি রাজনৈতিক অপরাধ করেছেন। আল-কুদস গভর্নরেট আল-কুদস তহবিল ও এনডাউমেন্টের বিরুদ্ধে ইসরায়েলি মন্ত্রীর দাবিকে ভিত্তিহীন এবং অসত্য বলে বর্ণনা করেছে।-প্রেস টিভি
জোর দিয়ে বলেছে, প্রতিষ্ঠানটি শুধু একটি অরাজনৈতিক সংস্থা হিসেবে কাজ করে। কেবলমাত্র সামাজিক, মানবিক এবং দাতব্য প্রচেষ্টার ওপর দৃষ্টি নিবদ্ধ করে। ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয় বেন-গাভিরের সিদ্ধান্তকে গণহত্যা, বাস্তুচ্যুতির আরেকটি দিক এবং আল-কুদসে সংঘটিত ইহুদিকরণ অপরাধের অংশ বলে নিন্দা জানিয়েছে। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে, সর্বশেষ পদক্ষেপটি আল-কুদসের নাগরিকদের জীবনযাত্রার ওপর আরও বিধিনিষেধ আরোপ করবে। যাতে তাদের শহর ছেড়ে যেতে বাধ্য করা হয়।