ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, তার রাজ্যে মুসলিমরা সবচেয়ে বেশি সুরক্ষিত। মুখ্যমন্ত্রীর দাবি, আমরা সবাইকে সমান চোখে দেখে থাকি। উত্তরপ্রদেশে মুসলিমরা সবচেয়ে বেশি সুরক্ষিত। হিন্দুরা সুরক্ষিত থাকলে, মুসলিমরাও সমান সুরক্ষিত।
বার্তা সংস্থা এএনআইকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তার কাছে প্রশ্ন ছিল উত্তরপ্রদেশে মুসলিমরা সুরক্ষিত কি না? তার উত্তরে বুধবার যোগী আদিত্যনাথ বলেন, সমাজের মধ্যে যে ভেদাভেদ, দলাদলি সেটা নিচু মনের মানুষরা করে থাকে। উদার মনের মানুষের কাছে গোটা বিশ্বটাই একটা পরিবারের মতো। এ ভাবনার মধ্য দিয়েই সনাতনী ধর্মের মানুষরা কাজ করে থাকে। এখনো সেই উদাহরণ দেখা যায়। উত্তরপ্রদেশেই ১০০ হিন্দু পরিবারের মাঝে একটি মুসলিম পরিবার সবচেয়ে বেশি সুরক্ষিত থাকে। কিন্তু আমার প্রশ্ন, ১০০ মুসলিম পরিবারের মধ্যে একটি হিন্দু পরিবার সুরক্ষিত থাকা তো দূরের কথা, ১০০ মুসলিম পরিবারের মধ্যে ৫০ হিন্দু পরিবার কি সুরক্ষিত থাকতে পারে? না, থাকতে পারে না। আপনার সামনে বাংলাদেশই তার উদাহরণ।