বিশ্বজুড়ে ফের মহামারি সৃষ্টি করতে পারে এমন ভাইরাসের তালিকায় শীর্ষে রয়েছে বার্ড ফ্লু। এ বিষয়ে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। স্তন্যপায়ী প্রাণীর কোষে যদি এই ভাইরাস সংক্রমিত হয় তাহলে তা বিশ্ববাসীর স্বাস্থ্যের জন্য ভয়াবহ ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করেন তারা। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের কোথাও প্রথম একটি ভেড়ার মধ্যে এই ভাইরাস সংক্রমিত হওয়ার পর উত্তর লন্ডনের ইয়র্কশায়ারে এই সংক্রমণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ খবর বিশ্ববাসীর জন্য মহাবিপদ ঘণ্টা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ ছাড়া মার্কিন দুগ্ধজাত গবাদি পশুতেও এইচ৫এন১ ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। -রয়টার্স