রাশিয়ার পশ্চিমাঞ্চল থেকে শেষ ইউক্রেনীয় সেনাকেও হটাতে ব্যাপক লড়াই চালিয়ে যাচ্ছে রুশ সেনারা। কিছু স্থানে কিয়েভের সেনাদের সীমান্তের কাছে ঠেলে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছেন বিশিষ্ট রুশ সামরিক বিশেষজ্ঞ ইউরি পদোলিয়াকা। তিনি জানিয়েছেন, রুশ ও ইউক্রেনীয় সেনার মধ্যে তীব্র লড়াই চলছে। অনেক স্থানে ইউক্রেনীয়দের ঠেলে সীমান্তের কাছে নিয়ে যাওয়া হলেও পিছু হটার সময়েই তারা পাল্টা হামলা চালাচ্ছে। -রয়টার্স
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর গত আগস্টে সবচেয়ে অকল্পনীয় হামলা চালায় ইউক্রেন। রুশ সীমান্তে অনুপ্রবেশ করে কুরস্ক অঞ্চলের দখল নেয় তারা। ১৯৪১ সালে নাৎসি বাহিনীর হামলার পর রুশ ভূখণ্ড কখনো বহিঃশত্রুর পদাতিক বাহিনীর হামলার শিকার হয়নি। তবে তৎক্ষণাৎ পাল্টা হামলা চালায় মস্কো। ধীরে হলেও অগ্রযাত্রা বজায় রেখে একটু একটু করে নিজেদের অবস্থান পোক্ত করতে থাকে রুশ বাহিনী। উল্লেখ্য, গত বছর কিয়েভ দাবি করেছিল কুরস্কের ১৩৬৮ বর্গকিলোমিটার এলাকা তাদের দখলে রয়েছে। -রয়টার্স