ইউএস সিনেটে রিপাবলিকানদের ৬০ ভোট থাকলে শিক্ষা বিভাগের বিলুপ্তি ঘটাতে বিন্দুমাত্র দ্বিধা করতেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন মন্তব্য করে ট্রাম্প বলেন, রিপাবলিকানরা মাত্র ৫৩ ভোটের অধিকারী। এ অবস্থায় কংগ্রেসের অনুমোদন ব্যতীত শিক্ষা বিভাগের বিলুপ্তি ঘটানো সম্ভব হচ্ছে না। তাই সংকোচনের নীতি অবলম্বন করা হয়েছে। মঙ্গলবার এক ঘোষণায় শিক্ষা বিভাগের কর্মচারী হ্রাসের পরিকল্পনার কথা জানানো হয়েছে। ১৩১৫ জনকে লে-অফ এবং আরও ৬০০ জন ফেডারেল প্রশাসনের আহ্বানে স্বেচ্ছায় চাকরি ছাড়ছেন।
এ ছাড়া আরও ৬৩ জন প্রবেশনারি অফিসারকে ইতোমধ্যেই বরখাস্ত করা হয়েছে। এভাবে ৪১৩৩ জন কর্মচারীর এই দপ্তরটি সংকুচিত হয়ে ২২০০ জনে নেমেছে। এর ফলে আমেরিকান শিশুদের মেধা/প্রতিভা বিকাশের সব সুযোগ থামিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অপরদিকে, টাম্পের এমন সিদ্ধান্তের কট্টর সমর্থকরা দাবি করছেন যে, কর্মচারীর সংখ্যা হ্রাসের প্রভাব পড়বে না সামগ্রিক কর্মকান্ডে। শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সার্ভিস, স্কুল ডিস্ট্রিক্টসমূহের মঞ্জুরি বিতরণ এবং শিক্ষাঙ্গনে নাগরিক অধিকার সুরক্ষা যথাযথভাবেই অব্যাহত থাকবে।
তবে শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমোহনের মতে, কর্মচারী হ্রাসের ফলে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকদের সামগ্রিক সহযোগিতার যে অঙ্গীকার ছিল সেটি ব্যাহত হবে, এটা বলার অপেক্ষা রাখে না। যথাযথভাবে দায়িত্ব পালন করাও সম্ভব হবে না।