হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উত্তপ্ত বাক্য বিনিময়ের পর যুক্তরাষ্ট্রজুড়ে ইউক্রেনের পক্ষ নিয়ে বিক্ষোভ শুরু হয়েছে। রবিবার বিবিসি জানিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও বোস্টনে শত শত মানুষ ইউক্রেনের প্রতি সংহতি জানিয়ে রাস্তায় নেমে আসে। ভারমন্টের ওয়েটসফিল্ড শহরেও সমবেত হয়েছিলেন বিক্ষোভকারীরা। সেখানে ভাইস-প্রেসিডেন্ট ভ্যান্স তার পরিবার নিয়ে স্কি অবকাশযাপনে গিয়েছিলেন।
মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভের কারণে ভ্যান্সের পরিবার তাদের নির্ধারিত স্কি রিসোর্ট থেকে একটি অনিশ্চিত স্থানে স্থানান্তরিত হয়। ট্রাম্প-ভ্যান্স প্রশাসনের বিরুদ্ধে ওয়েটসফিল্ডে বিক্ষোভ আগেই পরিকল্পিত ছিল, তবে হোয়াইট হাউসে ট্রাম্প ও জেলেনস্কির উত্তপ্ত বিতর্কের পর বিক্ষোভকারীদের ক্ষোভ আরও বেড়ে যায়। বিক্ষোভ আয়োজক সংগঠন ‘ইনডিভিজ্যুয়াল মেড রিভার ভ্যালি’র প্রতিনিধি জুডি ডালি বলেন, ‘শুক্রবার হোয়াইট হাউসে যা ঘটেছে, তা আরও বেশি মানুষকে রাস্তায় নামতে অনুপ্রাণিত করেছে।’ অন্য এক বিক্ষোভকারী কোরি গিরু মন্তব্য করেছেন, ‘ভ্যান্স সীমা অতিক্রম করেছেন।’ এদিকে ভ্যান্স পরিবারের ভারমন্ট সফরের আগে অঙ্গরাজ্যটির গভর্নর ফিল স্কট জনগণকে তাদের প্রতি সম্মানজনক আচরণ করার আহ্বান জানিয়েছিলেন। -বিবিসি