উত্তর কোরিয়া ফের সম্ভাব্য পারমাণবিক ‘পাল্টা আক্রমণের’ সক্ষমতা প্রদর্শনের জন্য কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এ খবর জানিয়েছে।
সংস্থাটি বলছে, ক্ষেপণাস্ত্রগুলো ১ হাজার ৫৮৭ কিলোমিটার পথ অতিক্রম করেছে। লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সময় লেগেছে ২ দশমিক ২ ঘণ্টা। এটি এ বছরের চতুর্থ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর দ্বিতীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ।
কেসিএনএ বলেছে, কোরিয়ার নিরাপত্তা পরিবেশ মারাত্মকভাবে লঙ্ঘনকারী শত্রুদের সতর্ক করা এবং বিভিন্ন পরমাণু অভিযানের প্রস্তুতি প্রদর্শনের জন্য এ পরীক্ষা চালানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট কিম এ মহড়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, সামরিক বাহিনীকে অবশ্যই তার পারমাণবিক অস্ত্র মোতায়েনের জন্য পূর্ণ প্রস্তুতি বজায় রাখতে হবে।