রাশিয়ার সম্ভাব্য হামলা প্রতিরোধ পরিকল্পনার অংশ হিসেবে পোল্যান্ডের স্কুলশিক্ষার্থীদের জন্য আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। শিশুরা এই প্রশিক্ষণ উপভোগ করছে, আর তাদের অভিভাবকরাও এতে গর্বিত।
পোল্যান্ডের স্কারশেভের নিকোলাউস কোপার্নিকাস প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ রয়েছে। বিদ্যালয়টিতে বিভিন্ন মতাদর্শ স্বাভাবিকভাবে গ্রহণ করা হলেও ব্যায়ামাগারে এক ভিন্নধর্মী দৃশ্য দেখা যায়- ১৩ থেকে ১৪ বছর বয়সি শিক্ষার্থীরা অ্যাসল্ট রাইফেল ও পিস্তল চালানো শিখছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইভা গোলিনস্কা বলেন, ‘পোলিশ বিদ্যালয়গুলোতে এটি এখন বাধ্যতামূলক বিষয়। এখানে শিক্ষার্থীদের শুধু অস্ত্র একত্রিকরণ এবং পরিচালনা শেখানো হয়। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এই প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ।’ -ডয়চে ভেলে