দেশের জনগণের ডেটা সুরক্ষা ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।
তিনি বলেন, আইসিটি বিভাগ একাডেমিশিয়ান, বেসরকারি খাত ও সরকার-এই তিন পক্ষকে সমন্বিতভাবে যুক্ত করে সমস্যাগুলো চিহ্নিত করছে এবং সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় আইন ও নীতিমালা প্রণয়নের কাজ করছে, যার সুফল খুব শিগগিরই দৃশ্যমান হবে।
শনিবার সকালে রাজধানীর বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) বোর্ডরুমে আয়োজিত ‘ক্লাউড কম্পিউটিং ফর ইন্ডাস্ট্রি/বিজনেসেস : ড্রাইভিং ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি মেজারস ফর ইন্ডাস্ট্রি/বিজনেসেস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সচিব আরও বলেন, দেশের প্রয়োজনীয় সেবা প্রদানের ক্ষেত্রে আমাদের মানসিকতা পরিবর্তন জরুরি, বিশেষ করে যারা সরকারি দপ্তর থেকে জনগণকে সেবা দেন, তাদের স্বচ্ছ ও জনমুখী মানসিকতা থাকতে হবে। সরকারি কার্যপ্রণালিও সেই অনুযায়ী সাজাতে হবে।
তিনি ভবিষ্যতে আইসিটি বিভাগ থেকে বেসরকারি খাতকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
কর্মশালায় বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে প্রযুক্তি দ্রুত পরিবর্তিত হচ্ছে। শিল্প ও ব্যবসায়িক খাতে পরিবর্তন আনা এখন সময়ের দাবি।
তিনি বলেন, বিশ্বব্যাপী ক্লাউড কম্পিউটিং ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। বাংলাদেশের শিল্পখাতকে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে স্বয়ংক্রিয়তা, ডেটা-নির্ভর সিদ্ধান্ত গ্রহণ এবং ক্লাউড-ভিত্তিক সমাধানের ওপর নির্ভরতা বাড়াতে হবে।
বিসিআই সভাপতি আরও বলেন, প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে, ততই সাইবার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। প্রতিনিয়ত আমাদের ব্যবসা সাইবার হামলার মুখে পড়ছে। তাই ক্লাউড ব্যবহারের পাশাপাশি সাইবার নিরাপত্তা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিডি প্রতিদিন/এমআই