উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের সাবেক নেতাদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দরের সাবদী এলাকায় সদর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকার যুবদলের সাবেক নেতাকর্মীরা এ আয়োজনে অংশ নেন।
মিলনমেলাকে ঘিরে প্রীতি ফুটবল ম্যাচ, প্রীতিভোজ ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বন্দর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অসুস্থ সানোয়ার হোসেনকে আর্থিক সহায়তাও প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। তিনি বলেন, “আমাদের সময়ে হয়তো লোকসংখ্যা কম ছিল, কিন্তু কর্মীরা ছিলেন সাহসী। নারায়ণগঞ্জে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আমরা রাজপথে লড়েছি। ভবিষ্যতেও সাবেক যুবদল নেতারা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবেন।”
খন্দকার খোরশেদ আরও বলেন, “বিএনপি একটি বড় দল, প্রতিটি আসনে যোগ্য প্রার্থী রয়েছেন। আমরা কাঁদাছোড়াছুড়ি করে দলের ক্ষতি করব না; ধানের শীষ যাকে দল দেবে, আমরা তার পক্ষেই কাজ করব।”
বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক আহম্মেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তু।
বিশেষ বক্তা ছিলেন বন্দর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন, জুয়েল প্রধান, রানা মুজিব, সাগর প্রধান, জুয়েল রানা ও অ্যাডভোকেট শরিফুল ইসলাম শিপলুসহ অন্যান্য নেতারা।
বিডি প্রতিদিন/হিমেল