বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেছেন, বিগত ১৭ বছর মানুষ ভোট কেন্দ্রে যেতে পারেনি, ভোট দিতে পারেনি। এবার মানুষকে ভোট কেন্দ্রে নেওয়ার দায়িত্ব বিএনপিকে নিতে হবে। মানুষ তার পছন্দের ব্যক্তিকে ভোট দিবে।
শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের রেলওয়ে স্টেশন সড়কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিম ভূইয়া বলেন, মানুষের কাছে গণতন্ত্র ফিরিয়ে দিতে কাজ করছে বিএনপি। তারেক রহমানের ৩১ দফাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে এবং ধানের শীষের সালাম দিতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে সেলিম ভূইয়া বলেন, দল থেকে যাকে মনোনয়ন দিবে, তার পক্ষে সবাইকে কাজ করতে হবে। কেউ যদি প্রার্থী হয় বা বিশৃঙ্খলা করার চেষ্টা করে, তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সমাবেশে প্রধান বক্তা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) হাজী মোস্তাক মিয়া বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিচক্ষণ নেতৃত্বের কারণে জুলাই-আগস্ট ছাত্র-জনতার চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। এদেশের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে নাই। নির্বাচনের নামে তামাশা হয়েছে। বিএনপির দাবি ছিল নিরপেক্ষ নির্বাচন। সে অনুযায়ী অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের রোডম্যাপ দিয়েছে। বাংলাদেশের মানুষ, মা-বোনেরা, ছাত্র-সমাজ অধীর আগ্রহে অপেক্ষা করছে। কখন নির্বাচন হবে, ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূইয়া। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তার খানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট ইসমত আরা, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু, কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখর উদ্দিন ও সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই