বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, দেশে এখন ধানের শীষের জোয়ার বইছে। গত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। তবে নতুন প্রজন্ম তারেক রহমানের প্রতি আস্থাশীল হয়ে বিএনপিকে ভোট দেবে। তারেক রহমানের নেতৃত্বে দেশে আবারও কৃষি ও অর্থনৈতিক বিপ্লব ঘটবে, দেশ এগিয়ে যাবে সমৃদ্ধির পথে।
শনিবার যশোরের শার্শা উপজেলার বলিদাহ গ্রামে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
লক্ষ্মণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজউদ্দীন আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, যুবদলের যুগ্ম আহ্বায়ক মুনতাসিম আজিম সাগর, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, স্বেচ্ছাসেবক দলের আব্দুস শহীদ ও বাহাদুর ইউনিয়ন বিএনপির নেতা আসাদুজ্জামান আসাদসহ অন্যরা।
বিডি প্রতিদিন/হিমেল