বিশিষ্ট ইসলামী পণ্ডিত শেখ সালেহ বিন আল-ফাওজান সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ পেয়েছেন। বুধবার (২২ অক্টোবর) সৌদি আরবের রাজা সালমান বিন আবদুল আজিজ এ নতুন আদেশ জারি করেন তাকে গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ দেন।
দেশটির সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন মুফতি শেখ আল ফাওজান সৌদি আরবের চতুর্থ গ্র্যান্ড মুফতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শেখের মৃত্যুর পর তিনি এই দায়িত্ব নিয়েছেন।
নতুন দায়িত্বের পাশাপাশি শেখ আল ফওজানকে সিনিয়র আলেমদের কাউন্সিলের চেয়ারম্যান এবং ইসলামিক রিসার্চ ও ইফতার জেনারেল প্রেসিডেন্সির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে মন্ত্রী সমমানের মর্যাদা প্রদান করা হয়।
এর আগে শেখ আল-ফাওজান কাউন্সিল অব সিনিয়র স্কলারস এবং পার্মানেন্ট কমিটি ফর স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতার এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া মুসিলম ওয়ার্ল্ড লিগ আওতাধীন ইসলামিক ফিকহ কাউন্সিলের সদস্য ছিলেন। হজের সময় ইসলামী ভাষ্যকারদের উপদেষ্টা কমিটির সদস্য হিসেবেও কাজ করেছেন তিনি।
১৯৩৫ সালে আশ-শিমাসিয়াহ কাসিমে জন্ম নেওয়া শেখ আল ফাওজান ছোটবেলায় বাবা-মা হারান। স্থানীয় ইমাম শেখ হাম্মুদ বিন সুলেমান আল টিলালের তত্ত্বাবধানে তিনি কোরআন মুখস্থ করেন এবং প্রাথমিক শিক্ষা লাভ করেন।
স্নাতকোত্তর শেষে তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদে কলেজ অব শারিয়াতে পড়াশোনা করেন। পরবর্তীতে ১৯৬১ সালে ডিগ্রি অর্জন করেন। পরে তিনি একই প্রতিষ্ঠানে ফিকহে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার গবেষণা কাজের কলেজের বিষয়বস্তুতে অন্তর্ভুক্ত রয়েছে ইসলামী উত্তরাধিকার আইন এবং খাদ্য সংক্রান্ত শারিয়াহ নিয়মাবলী।
বিডি প্রতিদিন/কামাল