সম্প্রতি চীন দুর্লভ খনিজ রপ্তানিতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। যার প্রভাবে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের এসব জরুরি খনিজ পাওয়া কঠিন হয়ে পড়েছে। তবে চীনের সে প্রভাব ঠেকাতে অস্ট্রেলিয়ার দিকে নজর দিয়েছে যুক্তরাষ্ট্র।
সোমবার হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ খনিজ সম্পদ বিষয়ক চুক্তিতে সই করেছেন। ৮.৫ বিলিয়ন ডলারের চুক্তিটিকে তারা সমঝোতা হিসেবে অভিহিত করেছেন।
ট্রাম্প বলেছেন, কয়েক মাস আলোচনার পর এটি অবশেষে সম্ভব হয়েছে। হাস্যোজ্জ্বল ট্রাম্প আরও বলেন, আগামী এক বছরের মধ্যে আমাদের কাছে যথেষ্ট পরিমাণ এই গুরুত্বপূর্ণ খনিজ ও রেয়ার আর্থ থাকবে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ বলেন, এই চুক্তি যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সম্পর্ককে এক নতুন স্তরে নিয়ে যাবে।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বিশ্বের ৭০ শতাংশ বিরল খনিজ আহরণ ও ৯০ শতাংশ প্রক্রিয়াজাতকরণ নিয়ন্ত্রণ করছে চীন। গত সপ্তাহে চীনের বাণিজ্য মন্ত্রণালয় ‘২০২৫ সালের ৬২ নম্বর ঘোষণা’ নামে একটি নথি প্রকাশ করে। যে ঘোষণায় বিরল খনিজ রপ্তানিতে ব্যাপক নতুন বিধিনিষেধের কথা বলা হয়।
এর ফলে বেইজিং বৈশ্বিক বাজারে এসব গুরুত্বপূর্ণ খনিজের সরবরাহের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এই খনিজ প্রতিরক্ষা সরঞ্জামসহ কমপিউটার চিপ ও গাড়ি তৈরির কাজে একটি গুরুত্বপূর্ণ উপাদান।
সূত্র: এপি
বিডি-প্রতিদিন/এমই