কাঠমান্ডুতে সরকারবিরোধী বিক্ষোভে আহতদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন নেপালের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক মন্ত্রী প্রদীপ পাউডেল। মন্ত্রণালয়ের অধীনস্থ সমস্ত ফেডারেল হাসপাতালকে এই নির্দেশ দেন তিনি।
এ সংক্রান্ত জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, বিক্ষোভ চলাকালীন আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অ্যাম্বুলেন্স পরিষেবা আরও কার্যকর করতে এবং প্রয়োজনে সময়মতো তা সরবরাহ করারও নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
কাঠমান্ডু উপত্যকার অ্যাম্বুলেন্স পরিষেবা নেটওয়ার্ককে হাসপাতাল থেকে রোগীদের স্থানান্তরে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে।
একইভাবে ডাক্তারসহ সকল স্বাস্থ্যকর্মীকে আহতদের চিকিৎসা নিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
এদিকে সোমবার পুলিশের সঙ্গে সংঘর্ষে রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত ১৯ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে। এছাড়াও প্রায় ১০০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে পুলিশ সদস্যও রয়েছেন।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, টিয়ার গ্যাস এবং জলকামান ব্যবহার করে পুলিশ। তবে তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় সহিংসতা আরও ব্যাপক আকার ধারণ করে। সূত্র: দ্য হিমালয়ান টাইমস, কাঠমান্ডু পোস্ট
বিডি প্রতিদিন/একেএ