নারী ওয়ানডে বিশ্বকাপে নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনিং অলরাউন্ডার অ্যালানা কিং। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ইনিংসে ৭ উইকেট নিয়ে তিনি গড়লেন টুর্নামেন্টের ইতিহাসে সেরা বোলিং ফিগারের রেকর্ড। তার জাদুকরি স্পেলেই দক্ষিণ আফ্রিকাকে ৯৭ রানে গুটিয়ে দিয়ে অস্ট্রেলিয়া পেল ৭ উইকেটের সহজ জয়।
শনিবার ভারতের ইন্দোরে অনুষ্ঠিত ম্যাচে কিং বল হাতে ছিলেন বিধ্বংসী। মাত্র ৭ ওভারে দুটি মেডেনসহ ১৮ রান খরচায় তিনি শিকার করেন ৭ উইকেট। তার স্পিনে নাকাল হয়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা ৩২ রানে বিনা উইকেটে শুরু করার পর ২৪ ওভারেই গুটিয়ে যায় ৯৭ রানে।
ওয়ানডে ইতিহাসে এটি মাত্র ষষ্ঠবার, যখন কোনো বোলার এক ইনিংসে ৭ উইকেট নিয়েছেন— আর নারী বিশ্বকাপে এটাই প্রথম ঘটনা। কিং ভেঙে দিয়েছেন নিউজিল্যান্ডের জ্যাকি লর্ডের ১৯৮২ সালের রেকর্ড (৬/১০ বনাম ভারত)।
দক্ষিণ আফ্রিকার হয়ে একমাত্র প্রতিরোধ গড়েছিলেন ওপেনার লরা উলভার্ট। তিনি ২৬ বলে সাতটি চারে করেন ৩১ রান, এরপর মেগান শাটের বলে কিংয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর থেকেই শুরু কিংয়ের বিধ্বংসী স্পেল। মাত্র পাঁচ বলের ব্যবধানে দুটি উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকার ইনিংস ভেঙে দেন তিনি। বাকি সময়েও সেই ধারা অব্যাহত রেখে শেষ পর্যন্ত নেন ৭ উইকেট; বাকি একটি উইকেট যায় অ্যাশলি গার্ডনারের ঝুলিতে।
জবাবে অস্ট্রেলিয়া রান তাড়ায় শুরুতে কিছুটা বিপাকে পড়লেও সহজ জয় তুলে নেয়। ১১ রানে ২ উইকেট হারানোর পর জর্জিয়া ভল ও বেথ মুনির জুটিতে ঘুরে দাঁড়ায় দল। মুনি ৪১ বলে ৪২ রান করে আউট হলেও ওপেনার ভল ৩৮ বলে ৩৮ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
এই জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়া লিগ পর্ব শেষ করেছে শীর্ষে থেকে। সাত ম্যাচে তাদের সংগ্রহ ১৩ পয়েন্ট। আগামী বৃহস্পতিবার নবি মুম্বাইয়ে দ্বিতীয় সেমিফাইনালে তারা মুখোমুখি হবে স্বাগতিক ভারতের। এর একদিন আগে গুয়াহাটিতে প্রথম সেমিফাইনালে খেলবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
বিডি প্রতিদিন/মুসা