একসময় টালিউডে ব্যস্ততম অভিনেতাদের একজন ছিলেন রুদ্রনীল ঘোষ। শক্তিশালী অভিনয়ের জন্য আলাদা পরিচিতি থাকলেও, রাজনীতিতে সক্রিয় হওয়ার পর বদলে গেছে তার জীবনচিত্র। কাজ নেই, নিয়মিত আয়ের পথ বন্ধ। ফলস্বরূপ, অর্থসংকটে পড়ে নিজের দামি গাড়ি ও ফ্ল্যাট বিক্রি করতে বাধ্য হয়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রুদ্রনীল বলেন, 'আমার রেঞ্জ রোভার ছিল, দাম ছিল ৬৫ লাখ টাকা। অভিনয় করেই কিনেছিলাম, কোনো রাজনৈতিক পয়সা নয়। কিন্তু এখন সেটাও বিক্রি করতে হয়েছে, কারণ পরিবার নিয়ে চলতে হবে।'
রাজনীতির কারণে টালিউডে তার ওপর অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলেই মনে করছেন তিনি। 'যারা একসময় বন্ধু ছিল, আজ তারা আমাকে নিতে ভয় পায়। বলে শুটিং বন্ধ হয়ে যাবে! অথচ তারাই একসময় আমার কাছ থেকে সাহায্য নিয়েছে,' ব্যথা ঝরল রুদ্রনীলের কণ্ঠে।
রাজনীতিতে রুদ্রনীলের পথচলা শুরু বাম দল দিয়ে, পরে তৃণমূল, এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি যোগ দেন বিজেপিতে। তখন থেকেই কাজের খরা দেখা দেয়। আগামী নির্বাচনে আবারও তাকে বিজেপির প্রার্থী হিসেবে দেখা যেতে পারে এমন জোর গুঞ্জন চলছে।
ব্যক্তিগত জীবনেও একাকী রুদ্রনীল। এখনো অবিবাহিত, থাকেন দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে। জানালেন, ২০২৬ সালে বিয়ে করার পরিকল্পনা করছেন, চলছে পাত্রীর খোঁজ।
তবে হতাশার মাঝে কিছুটা আশার আলো দেখিয়েছেন সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ধূমকেতু’। দেব ও শুভশ্রী অভিনীত এই ছবিতে রুদ্রনীলের চরিত্রটি দর্শকের নজর কেড়েছে। অনেকেই বলছেন, নায়ক-নায়িকাকে ছাপিয়ে তিনি বাজিমাত করেছেন।
বিডি প্রতিদিন/মুসা