চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকার স্পোর্টস জোনে সংঘর্ষে নিহত জুবায়ের উদ্দিন বাবুর হত্যা মামলার পলাতক আসামি আবির রহমান রুবেলকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার রাতে নগরীর কোতোয়ালী থানার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবির রহমান রুবেল চান্দগাঁও থানার রিয়াজ উদ্দিন উকিল বাড়ির নুনু মিয়ার ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন জানান, আবির রহমান রুবেল কোতোয়ালী থানায় অবস্থান করছেন এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য চান্দগাঁও থানার কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, গত বছরের ২০ সেপ্টেম্বর চান্দঁগাও থানার পাঠানিয়া গোদা এলাকায় স্পোর্টস জোনের টার্ফ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন জুবায়ের উদ্দীন বাবু। এসময় আবির রহমান রুবেল ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে মাঠে প্রবেশ করে মালিকপক্ষ, আয়োজক কমিটির সদস্য এবং দর্শকদের ওপর হামলা চালায়। হামলায় জুবায়েরসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর জুবায়েরকে মৃত ঘোষণা করা হয়। এঘটনায় ভিকটিমের ভগ্নিপতি চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন। মামলায় ৪০ জন এজাহারনামীয় অজ্ঞাতনামা আসামি করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন