প্রযুক্তি জগতে বহুল প্রত্যাশিত বার্ষিক আয়োজন ‘মেইড বাই গুগল’ এ বছর অনুষ্ঠিত হলো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। এবারের অনুষ্ঠান ছিল অনেকটা টক শোর মতো, যেখানে উপস্থাপক জিমি ফ্যালনের সঙ্গে মঞ্চে নতুন পণ্য ও প্রযুক্তি নিয়ে কথা বলেন সেলিব্রিটি ও গুগল নির্বাহীরা। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১১টায় শুরু হওয়া এ ইভেন্টে মূল আকর্ষণ ছিল হার্ডওয়্যার ও কৃত্রিম বুদ্ধিমত্তা।
এবার গুগল উন্মোচন করেছে পিক্সেল ১০ সিরিজের তিনটি স্মার্টফোন—পিক্সেল ১০, পিক্সেল ১০ প্রো ও পিক্সেল ১০ প্রো এক্সএল, নতুন ফোল্ডেবল ফোন পিক্সেল প্রো ফোল্ড, পিক্সেল ওয়াচ ৪, পিক্সেল বাডস ২ এ এবং প্রথমবারের মতো পিক্সেল স্ন্যাপ নামে ম্যাগনেটিক চার্জিং ইকোসিস্টেম। এছাড়া গুগলের সর্বাধুনিক জেমিনি এআই-এর নতুন সব ফিচার ঘোষণা করা হয়।
পিক্সেল ১০ সিরিজ
- গুগলের নতুন তিনটি ফোনেই ব্যবহার করা হয়েছে নিজস্ব টেনসর জি৫ চিপ, যা কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ফিচারে সমৃদ্ধ।
- পিক্সেল ১০ মডেলে রয়েছে ৬.৩ ইঞ্চি ডিসপ্লে, উন্নত ডুয়েল ক্যামেরা এবং জেমিনি লাইভ সুবিধা। দাম শুরু ৭৯৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৬,৯৫৩ টাকা)।
- পিক্সেল ১০ প্রো এসেছে ট্রিপল লেন্স ক্যামেরা (ওয়াইড, আলট্রা ওয়াইড ও ৫ এক্স টেলিফটো), আরও টেকসই ডিজাইন এবং উন্নত এআই ফিচারসহ। দাম শুরু ৯৯৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,২১,২২২ টাকা)।
- পিক্সেল ১০ প্রো এক্সএল হলো সিরিজের সবচেয়ে শক্তিশালী ফোন, ৬.৮ ইঞ্চির কিউএইচডি+ ডিসপ্লে, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত ভিডিও স্টেবিলাইজেশন সুবিধা রয়েছে। দাম শুরু ১,১৯৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,৪৫,৪৯১ টাকা)।
- তিনটি মডেলই ২৮ আগস্ট থেকে বাজারে পাওয়া যাবে।
পিক্সেল প্রো ফোল্ড
গুগলের নতুন ফোল্ডেবল ফোন পিক্সেল প্রো ফোল্ড-এ রয়েছে ৮ ইঞ্চি ভেতরের ডিসপ্লে ও ৬.৪ ইঞ্চি বাইরের ডিসপ্লে, দুটোই ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত। এতে আছে ট্রিপল ক্যামেরা, ৫ এক্স টেলিফটো লেন্স এবং ওয়াটারপ্রুফ রেটিং। দাম শুরু ১,৭৯৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২,১৮,২৯৭ টাকা)।
পিক্সেল ওয়াচ ৪
নতুন পিক্সেল ওয়াচ ৪ এসেছে ১০% বড় ডিসপ্লে, ৫০% বেশি উজ্জ্বলতা (৩,০০০ নিটস পর্যন্ত) ও দ্রুত চার্জিং সুবিধা নিয়ে—মাত্র ১৫ মিনিটেই ৫০% চার্জ হয়। এতে উন্নত হার্ট রেট মনিটরিং, ঘুম পর্যবেক্ষণ ও নিখুঁত জিপিএস ট্র্যাকিং যুক্ত হয়েছে।
পিক্সেল বাডস ২ এ
নতুন ইয়ারবাড পিক্সেল বাডস ২ এ-তে রয়েছে অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন, টেনসর এ১ চিপ ও জেমিনি লাইভ ভয়েস অ্যাসিস্ট্যান্ট। দাম ১২৯.৯৯ ডলার, পাওয়া যাবে হ্যাজেল ও আইরিস রঙে।
পিক্সেল স্ন্যাপ এক্সেসরিজ
- গুগল ঘোষণা দিয়েছে নতুন পিক্সেল স্ন্যাপ প্রযুক্তি, যা মূলত ম্যাগনেটিক চার্জিং ইকোসিস্টেম।
- পিক্সেল স্ন্যাপ চার্জার (১৫-২৫ ওয়াট) দাম শুরু ৩৯.৯৯ ডলার
- স্ট্যান্ডসহ চার্জার ৬৯.৯৯ ডলার
- রিং স্ট্যান্ড ২৯.৯৯ ডলার
- স্ন্যাপ কেস ৪৯.৯৯ ডলার
- ডুয়াল পোর্ট ইউএসবি-সি ফাস্ট চার্জার ৫৯.৯৯ ডলার
- জেমিনি এআই ও নতুন ফিচার
গুগলের জেমিনি এআই এখন আরও উন্নত, যা ব্যবহারকারীর প্রয়োজন আগেভাগেই বুঝতে পারে। নতুন ম্যাজিক কিউ ফিচার ক্যালেন্ডার ও মেসেজ থেকে প্রাসঙ্গিক তথ্য এনে দেয়। এ ছাড়া ক্যামেরা কোচ ফিচার ছবি তোলার সময় নির্দেশনা দিয়ে আরও নিখুঁত ফ্রেমিং ও আলো নিশ্চিত করে।
পিক্সেল ১০ প্রো ও পিক্সেল ১০ প্রো এক্সএল ব্যবহারকারীরা এক বছরের গুগল এআই প্লাস সাবস্ক্রিপশন ফ্রি পাবেন।
তথ্যসূত্র: ম্যাশাবল, দ্য ভার্জ
বিডি প্রতিদিন/আশিক