রাজধানীর দুই স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সোমবার (৪ আগস্ট) রাত ১১টার দিকে ফার্মগেট ও খামারবাড়ি এলাকায় এই বিস্ফোরণ ঘটে।
পুলিশ জানিয়েছে, দুটি ককটেলই ছিল হলুদ টেপে মোড়ানো। বিস্ফোরণস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে ট্রাফিক পুলিশ বক্সের পাশে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটায়। আমরা ঘটনাস্থল থেকে বিস্ফোরণের আলামত সংগ্রহ করেছি।
তিনি আরও বলেন, আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে খামারবাড়ি খেজুরবাগান এলাকায়, শেরে বাংলানগর থানাধীন একটি ট্রাফিক পুলিশ বক্সের সামনে। কে বা কারা ককটেলটি রাস্তায় ছুঁড়ে পালিয়ে যায়। তবে বিস্ফোরণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও আলামত সংগ্রহ করেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন