ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব এখন বিনোদনের জন্য সেরা মাধ্যম। শখ থেকে কিংবা অনলাইনে আয়ের জন্য অনেকেই আজকাল ইউটিউবে চ্যানেল খুলে নিয়মিত ভিডিও পোস্ট করেন। এ ক্ষেত্রে অনেকেরই অভিযোগ, ভালোমানের ভিডিও প্রকাশ করার পরও তার ভিউ হয় না বেশি। এবার ইউটিউবার সহজেই ভিউ বাড়ানোর জন্য নতুন পরিষেবা চালু করতে যাচ্ছে প্ল্যাটফর্মটি।
ম্যাশেবল এক প্রতিবেদনে জানিয়েছে, ইউটিউব প্ল্যাটফর্ম তাদের কনটেন্ট নির্মাতাদের সুবিধার্ধে কনটেন্ট কোলাবরেশন অপশন চালু করতে যাচ্ছে। এতে নির্মাতারা তাদের তৈরি ভিডিওতে অন্য নির্মাতাদের সরাসরি ট্যাগ করতে পারবেন। এর মাধ্যমে দর্শকরা ট্যাগ করা নির্মাতাদের অল্প সময়েই খুঁজে পাওয়ার পাশাপাশি তাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারবেন। যদিও নতুন সুবিধাটি নির্দিষ্ট কিছু ব্যবহারকারীদের পরীক্ষামূলকভাবে ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে।
নির্মাতারা কোলাবরেশনের জন্য অন্য নির্মাতাদের ট্যাগ করলেও বিপরীত পাশের নির্মাতার সম্মতি প্রয়োজন হবে। অর্থাৎ― কোনো ভিডিওতে ট্যাগ করার আগে সংশ্লিষ্ট নির্মাতাকে ইনভাইটেশন পাঠাতে হবে এবং সংশ্লিষ্ট সেই নির্মাতাকে ইনভাইটেশন গ্রহণ করতে হবে। অনুমতি দিলেই নাম যুক্ত করা যাবে; আর না দিলে নাম যুক্ত করা যাবে না।
এ ব্যাপারে ইউটিউবের হেল্প পেজে এক ঘোষণায় বলা হয়েছে, কনটেন্ট কোলাবরেশন অপশনটি প্রাথমিকভাবে নির্দিষ্ট কিছু নির্মাতাদের জন্য চালু করা হয়েছে। ভবিষ্যতে অপশনটি বিস্তৃতভাবে চালুর পরিকল্পনা রয়েছে। এটি চূড়ান্তভাবে চালু হলে নির্মাতারা একে অপরের সঙ্গে যৌথভাবে কাজ করতে পারবেন। যা নির্মাতাদের ভিডিওর ভিউ বাড়াতে সহায়তা করবে।
বিডি-প্রতিদিন/শআ