নেত্রকোনার মোহনগঞ্জে সাতমাধলাই নদীতে বালুবাহী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় দুই নৌকা শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (৫ আগস্ট) ভোরে আদর্শনগর বাজার সংলগ্ন ব্রিজের কাছে। সিলেটের ছাতক থেকে বালু নিয়ে আসা ওই স্টিলবডির নৌকাটি আদর্শনগর এলাকায় পৌঁছালে হঠাৎ করে সেটি ডুবে যায়।
নৌকায় থাকা তিন শ্রমিকের মধ্যে আব্দুল হক নামের একজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে বাকি দুইজন এখনও নিখোঁজ রয়েছেন। তাৎক্ষণিকভাবে নিখোঁজ দুই শ্রমিকের নাম পাওয়া যায়নি। খবর পেয়ে মোহনগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন এবং ময়মনসিংহ ডুবুরি দলের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।
মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার বজলুর রহমান বলেন, নৌকায় তিনজনই ছিলেন। এটি একটি স্টিলবডি বালুবাহী নৌকা।
ময়মনসিংহ ডুবুরি দলের লিডার নুরে আলম খান বলেন, প্রবল স্রোতের কারণে উদ্ধারকাজে কিছুটা ব্যাঘাত ঘটছে। এরপরও আমাদের দুইটি ইউনিট উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ