মহারাষ্ট্রের বিধানসভা অধিবেশন চলাকালীন মোবাইলে ‘জঙ্গলি রামি’ খেলতে গিয়ে বিতর্কে জড়ালেন রাজ্যের কৃষিমন্ত্রী মানিকরাও কোকাটে। ঘটনার জেরে তাঁকে কৃষিমন্ত্রী পদ থেকে সরিয়ে ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী হিসেবে বদলি করেছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।
হিন্দুস্তান টাইমস জানায়, মুখ্যমন্ত্রী ফড়নবীশ ও উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বৈঠকের পরই এই মন্ত্রিসভা রদবদলের সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য, এনসিপির (অজিত পাওয়ার গোষ্ঠী) নেতা মানিকরাও কোকাটে সম্প্রতি অধিবেশন চলাকালে নিজের আসনে বসে মোবাইলে গেম খেলছিলেন বলে অভিযোগ উঠে। সেই ভিডিও প্রথম সামাজিক মাধ্যমে পোস্ট করেন এনসিপির (শরদ পাওয়ার গোষ্ঠী) নেতা রোহিত পাওয়ার।
রোহিত তার পোস্টে লেখেন, “প্রতিদিন গড়ে ৮ জন কৃষক আত্মহত্যা করছেন। অথচ কৃষিমন্ত্রীর কোনো দায়বদ্ধতা নেই। তিনি বসে মোবাইলে তাস খেলছেন।”
ভিডিও ভাইরালের পর বিরোধীরা মানিকরাওয়ের পদত্যাগ দাবি করে। তবে মানিকরাও কোকাটে অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি জানতাম ক্যামেরা চলছে, তাও কি কেউ তাস খেলবে? মোবাইলে গেমটি হঠাৎ খুলে গিয়েছিল, আমি তা বন্ধ করার চেষ্টা করছিলাম। পুরো ভিডিও দেখলেই বিষয়টি পরিষ্কার হবে। বিরোধীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি অংশ কেটে প্রচার করছে।”
তবে এর আগেও বিতর্কে জড়িয়েছেন কোকাটে। কয়েক মাস আগে কৃষকদের জন্য চালু করা এক টাকার ফসল বীমা প্রকল্প নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, “ভিক্ষুকরাও এখন এক টাকা নেয় না। অথচ সরকার কৃষকদের এক টাকার বীমা দিচ্ছে।”
এ মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া হয়। পরে ব্যাখ্যায় তিনি বলেন, “সরকার কৃষকদের কাছ থেকে এক টাকা নিচ্ছে, সরকারই তাহলে ভিক্ষুক। কৃষক নয়।”
এছাড়া, তিনি একবার বলেছিলেন, “কৃষকদের জন্য বরাদ্দ অর্থ অনেক সময় বিয়ের অনুষ্ঠানে খরচ করা হয়।” এ মন্তব্যও বিতর্কের জন্ম দেয়।
এই সব বিতর্কের মধ্যেই শেষ পর্যন্ত কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রণালয় দেওয়া হয়।
বিডি প্রতিদিন/আশিক