রাজধানীর বাজারগুলোতে বর্ষার অজুহাতে সবজির দাম বেড়েছে। সপ্তাহ ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। একইভাবে বাড়তি দাম রাখতে দেখা গেছে ব্রয়লার ও সোনালি মুরগির ক্ষেত্রে। তবে সরবরাহ ভালো থাকলেও কমেনি ইলিশের দাম।
শুক্রবার (১ আগস্ট) রাজধানীর মিরপুরের বাজার ঘুরে দেখা যায়, গ্রীষ্মকালীন সবজির সরবরাহ যথেষ্ট থাকলেও দাম বেশ চড়া।
সবজির বাজার চড়া
বাজারে প্রকারভেদে বেগুন ৬০–৮০ টাকা, বরবটি ৮০ টাকা, পটল ৪০–৫০ টাকা, ধুন্দল ৫০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, কচুর লতি ৭০–৮০ টাকা, কচুরমুখী ৫০–৬০ টাকা, ঝিঙা ৬০ টাকা, করলা ৮০–১০০ টাকা, পেঁপে ২৫–৩০ টাকা এবং কাঁচামরিচ ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
টমেটো কেজিতে ২০ টাকা বাড়িয়ে ১২০ টাকা, দেশি গাজর ৭০ টাকা ও ইন্ডিয়ান গাজর ১৪০ টাকা, দেশি শসা ৮০ টাকা, হাইব্রিড শসা ৬০ টাকা, প্রতি পিস লাউ ৫০–৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
লেবুর হালি ১০–২০ টাকা, ধনেপাতা ৩০০ টাকা কেজি, কাঁচাকলা হালি ৩০ টাকা, চাল কুমড়া ৫০ টাকা, কাঁকরোল ৮০ টাকা ও মিষ্টি কুমড়া ৩০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।
শাকসবজির মধ্যে লালশাক ১৫ টাকা আঁটি, লাউশাক ৪০–৫০ টাকা, কলমিশাক ২ আঁটি ২০ টাকা, পুঁইশাক ৩০ টাকা ও ডাটা শাক ২ আঁটি ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
আলু ২৫–৩০ টাকা, দেশি পেঁয়াজ কেজিতে ১০ টাকা বাড়িয়ে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।
বেড়েছে মুরগির দাম
সোনালি কক মুরগি কেজিতে ২০ টাকা বেড়ে ৩৩০ টাকা, সোনালি হাইব্রিড ৩০০ টাকা, লাল লেয়ার ২৯০ টাকা, সাদা লেয়ার ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার যেখানে গত সপ্তাহে দাম ছিল ১৪৫ থেকে ১৫০ টাকা সেখানে আজ বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকা ও দেশি মুরগি ৬৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
ইলিশের দাম আছে আগের মতই
সরবরাহ বাড়লেও ইলিশের দাম গত সপ্তাহের মতোই রয়েছে। এক কেজির ইলিশ ২,২০০ টাকা, ৭০০ গ্রাম ১,৮০০ টাকা, ৫০০ গ্রাম ১,২০০ টাকা, ৩০০ গ্রাম ১,০০০ টাকা ও ১৫০–২০০ গ্রামের ইলিশ ৬০০–৭৫০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যান্য মাছের দাম
- চাষের শিং (আকারভেদে): ৩০০–৪০০ টাকা
- দেশি শিং: ৮০০–১,০০০ টাকা
- রুই: ৩৫০–৫০০ টাকা
- দেশি মাগুর: ৮০০–১,০০০ টাকা
- মৃগেল: ৩৫০–৪০০ টাকা
- পাঙাশ: ২০০–২৩০ টাকা
- চিংড়ি: ৮০০–১,২০০ টাকা
- বোয়াল: ৬০০–৮০০ টাকা
- বড় কাতল: ৪০০–৫৫০ টাকা
- পোয়া: ৩৫০–৪০০ টাকা
- পাবদা: ৪০০–৪৫০ টাকা
- তেলাপিয়া ও কই: ২২০–২৩০ টাকা
- মলা: ৫০০ টাকা
- বাতাসি টেংরা: ১,৩০০ টাকা
- টেংরা: ৬০০–৮০০ টাকা
- কাচকি: ৫০০ টাকা
- পাঁচ মিশালি মাছ: ২২০ টাকা
মাংস, ডাল, চাল, ডিমের দাম
- গরুর মাংস: ৭৬৫–৮০০ টাকা
- গরুর কলিজা: ৭৮০-৮০০ টাকা
- মাথার মাংস: ৪৫০ টাকা
- গরুর বট: ৪০০ টাকা
- খাসির মাংস: ১,২০০ টাকা
- আদা: ১৬০–২০০ টাকা
- রসুন (দেশি): ১৩০ টাকা, (ইন্ডিয়ান): ১৮০ টাকা
- মশুর ডাল: ১৪০ টাকা
- মুগ ডাল: ১৮০ টাকা
- ছোলা: ১১০ টাকা
- খেসারির ডাল: ১৩০ টাকা
- মিনিকেট চাল: ৮২–৯২ টাকা
- নাজিরশাইল: ৮৪–৯০ টাকা
- স্বর্ণা: ৫৫ টাকা
- আটাশ (২৮): ৬৫ টাকা
- লাল ডিম (ডজন): ১৪০ টাকা
- হাঁসের ডিম: ২২০ টাকা
- দেশি মুরগির ডিম (হালি): ৯০ টাকা।
বিডি প্রতিদিন/আশিক