পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার লাইলা পিকে দুর্ঘটনায় নিহত জার্মান অলিম্পিক স্বর্ণজয়ী বায়াথলিট লরা ডালমেয়ারের মরদেহ উদ্ধার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্গম অবস্থান ও বিপজ্জনক পরিস্থিতির কারণে তার শেষ ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানিয়ে উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন ও অভিযানে যুক্ত দল।
৩০ বছর বয়সী ডালমেয়ার সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫,৭০০ মিটার (১৮,৭০০ ফুট) উচ্চতায় পর্বতারোহণের সময় পাথরধসের কবলে পড়েন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা আরিব আহমেদ মুখতার।
ডালমেয়ারের ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনাস্থলটি এতটাই দুর্গম যে, উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। পাকিস্তান আলপাইন ক্লাবের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভবিষ্যতে পরিস্থিতির উন্নতি হলে উদ্ধার অভিযান পুনর্বিবেচনা করা হতে পারে।
জীবিত অবস্থায় ডালমেয়ার তার সহকর্মীদের জানিয়েছিলেন, মৃত্যু হলে যদি তার মরদেহ উদ্ধার প্রচেষ্টা কারও জীবনের ঝুঁকি বাড়ায়, তাহলে তিনি চান না কেউ সেই চেষ্টা করুক। সেই ইচ্ছাকে সম্মান জানিয়ে উদ্ধারকারীরা তার মরদেহ লাইলা পিকেই রেখে দেওয়ার সিদ্ধান্ত নেন।
জার্মান পর্বতারোহী ও উদ্ধারকারী দলের সদস্য থমাস হুবার বলেন, 'লরার ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, তাকে ওখানেই রেখে দেওয়া হবে।'
মার্কিন পর্বতারোহী ও দলের আরেক সদস্য জ্যাকসন মারভেল এএফপিকে জানান, 'চাইলেও মরদেহ উদ্ধার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। হেলিকপ্টারে হোক বা পায়ে হেঁটে উদ্ধার প্রচেষ্টা মারাত্মক বিপদের কারণ হতে পারে। তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কিছু করাটা হবে অনভিপ্রেত।'
ডালমেয়ারের সঙ্গী পর্বতারোহী মারিনা ক্রাউস জানান, দুর্ঘটনার সময় তিনি দেখেছেন কীভাবে পাথরের আঘাতে ডালমেয়ার দেয়ালে আছড়ে পড়েন। তিনি বলেন, 'আমি বারবার তাকে ডাকছিলাম, কিন্তু কোনো সাড়া পাইনি। আমি বুঝে গিয়েছিলাম, একমাত্র হেলিকপ্টারেই সাহায্য পৌঁছানো সম্ভব হতো। কিন্তু সেই মুহূর্তে সেটাও ছিল অসম্ভব।'
বিশ্ববিখ্যাত বায়াথলিট লরা ডালমেয়ার ২০১৮ সালের পিয়ংচ্যাং শীতকালীন অলিম্পিকে স্প্রিন্ট ও পারসুইট উভয় ইভেন্টে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছিলেন। তার ঝুলিতে রয়েছে আরও সাতটি বিশ্বচ্যাম্পিয়নশিপের স্বর্ণপদক।
মাত্র ২৫ বছর বয়সে, ২০১৯ সালে তিনি ক্রীড়াজীবন থেকে অবসর নেন। এরপর জার্মান সম্প্রচার সংস্থা ZDF-এর বায়াথলন ধারাভাষ্যকার হিসেবে কাজ করেন এবং প্রশিক্ষিত পর্বতারোহী ও গাইড হিসেবেও সক্রিয় ছিলেন।
বিডি প্রতিদিন/মুসা