পাঁচ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে, আত্মহত্যার কথাও ভেবেছিলেন তিনি। এমনই বিস্ফোরক স্বীকারোক্তি দিয়েছেন এক পডকাস্টে।
সম্প্রতি ভারতের জনপ্রিয় ইউটিউবার রাজ শামানির সঙ্গে একটি পডকাস্টে নিজের ব্যক্তিগত জীবনের অজানা অধ্যায়গুলো খোলাসা করেছেন ৩৫ বছর বয়সী চাহাল। জানিয়েছেন, ইউটিউবার ও অভিনেত্রী ধনশ্রী বর্মার সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পর্কের অবনতি চলছিল। তবে বিচ্ছয়ের আগ পর্যন্ত তা প্রকাশ্যে আনেননি তাঁরা।
চাহাল বলেন, 'বেশ কিছুদিন ধরেই আমাদের মধ্যে সমস্যা হচ্ছিল। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত এটি সামনে আনব না।'
২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় চাহালের। চার বছর পর ২০২০ সালে বিয়ে করেন ধনশ্রীকে। সম্পর্কের টানাপড়েনের কারণ হিসেবে তিনি ব্যস্ততাকেই দায়ী করেন। তিনি বলেন,'আমি জাতীয় দলে খেলায় ব্যস্ত ছিলাম, আর ধনশ্রী নিজের ক্যারিয়ার নিয়ে মনোযোগী হয়ে পড়েছিল। আমরা একে অপরকে সময় দিতে পারিনি।'

চাহাল বলেন, 'বিজয় হাজারে ট্রফি থেকে বিরতি নিয়েছিলাম। আমি মনোযোগ দিতে পারছিলাম না। ক্রিকেট আমাকে সবসময় আনন্দ দিয়েছে। সেটা যদি আর না দেয়, তাহলে বুঝতে হবে মাথার ভেতর কিছু একটা ঠিক নেই।'
তিনি আরও জানান, এই সময়টায় সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের মন্তব্য সহ্য করতে হয়েছে তাকে। কেউ কেউ তাকে ‘প্রতারক’ বলেও আখ্যা দেন। তিনি বলেন, 'আমি কখনো কারও সঙ্গে প্রতারণা করিনি। আমি সৎ এবং অনুগত মানুষ। আমার এমন ভাবমূর্তি দেখে অনেকেই ভুল ধারণা তৈরি করেছে।'
বিবাহবিচ্ছেদের পর কিছু মানুষ চাহালের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে ভেবেছে, তিনি সুখে আছেন। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। 'কয়েক মাস খুব খারাপ সময় কেটেছে। আমার শুধু ঘনিষ্ঠরাই জানে—আমি তখন প্যানিক অ্যাটাকেও ভুগেছি। আত্মহত্যা করার কথাও ভেবেছিলাম। মানসিকভাবে হাল ছেড়ে দিয়েছিলাম,'বলেন তিনি।
এই দুঃসময় কাটিয়ে উঠতে পরিবারের পাশাপাশি বন্ধুদের অবদানের কথা তুলে ধরেছেন চাহাল। উল্লেখ করেছেন আরজে মাহভাসের নাম, যিনি সেই সময় তাঁর পাশে ছিলেন। গুঞ্জন রয়েছে, মাহভাসের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন চাহাল, যদিও এ বিষয়ে মুখ খুলেননি তিনি।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে চাহাল ও ধনশ্রী যৌথভাবে বিবাহবিচ্ছেদের আবেদন করেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বিচ্ছেদের চূড়ান্ত নিষ্পত্তিতে ধনশ্রী ভরণপোষণ হিসেবে পেয়েছেন ৪ কোটি ৭৫ লাখ রুপি।
বিডি প্রতিদিন/মুসা