ফিলিস্তিনের প্রায় দুর্ভিক্ষকবলিত ছিটমহল গাজার উত্তরাঞ্চলে মানবিক ত্রাণের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনাদের নির্বিচার গুলিতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। বুধবার এ ঘটনা ঘটেছে বলে গাজার শাসক গোষ্ঠী হামাস পরিচালিত সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে। গাজার সিভিল ডিফেন্সের এক মুখপাত্র আন্তর্জাতিক এক বার্তা সংস্থাকে জানিয়েছেন, ইসরায়েলি সেনাদের গুলিতে আরও ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।
কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা : ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফিলিস্তিন অথরিটি এবং ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল এ ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। -রয়টার্স
তারা বলেছে নিষেধাজ্ঞা পাওয়া কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রের কোনো ভিসা দেওয়া হবে না। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ফিলিস্তিন অথরিটি এবং ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন তাদের প্রতিশ্রুতি রক্ষা না করায় এবং শান্তি প্রচেষ্টাকে ক্ষুণ্ন করায়, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা স্বার্থ বিবেচনা করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।’