মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সরকারি অভ্যর্থনা অনুষ্ঠানের জন্য একটি বিশাল বলরুম নির্মাণের পরিকল্পনা করছেন। ট্রাম্প তার পছন্দ অনুযায়ী হোয়াইট হাউসের সংস্কার করবেন বলে ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
এটি হতে যাচ্ছে এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে মার্কিন নির্বাহী প্রাসাদের বৃহত্তম প্রকল্পগুলোর মধ্যে একটি। হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, ২০০ মিলিয়ন ডলার ব্যয়ের এই প্রকল্পের অর্থায়ন করবেন ট্রাম্প নিজে এবং কিছু অজ্ঞাত দাতা।
ব্রিফিংয়ে লেভিট বলেন, ‘গত ১৫০ বছর ধরে বিভিন্ন প্রেসিডেন্ট, প্রশাসন ও হোয়াইট হাউসের কর্মীরা বড় ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য একটি স্থায়ী বড় স্থান চেয়েছেন। ট্রাম্প চাইছেন- এটি দ্রুত ও সময়মতোই তৈরি করতে। এটি সুন্দর হবে।
লিভিট বলেন, নতুন বলরুমটি ৮ হাজার বর্গমিটারের এরও বেশি বিস্তৃত হবে। বলরুমে ৬৫০ জনের বসার ব্যবস্থা থাকবে। সেপ্টেম্বর থেকে বলরুমের নির্মাণকাজ শুরু হবে এবং ২০২৯ সালের জানুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার ‘অনেক আগে’ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এটি ওয়াশিংটনে আসা বিদেশি রাষ্ট্রপ্রধানদের সম্মানে দেওয়া বিশাল রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করবে।
বর্তমানে বড় ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য প্রায়ই হোয়াইট হাউসের প্রাঙ্গণে অস্থায়ী তাঁবু বসাতে হয়।
সরকারি মডেল অনুযায়ী, বলরুমটি সাদা রঙের হবে এবং এতে কলাম ও মূল হোয়াইট হাউস ভবনের মতো সম্মুখভাগ থাকবে। এটি ইস্ট উইং প্রতিস্থাপন করবে, যেখানে সাধারণত মার্কিন ফার্স্ট লেডির কার্যালয় থাকে। -বাসস
বিডি-প্রতিদিন/শআ