যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস-সেন্ট পল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে ডেল্টা এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান। মাঝআকাশে তীব্র ঝাঁকুনির (টার্বুলেন্স) কবলে পড়ে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
জানা গেছে, স্থানীয় সময় বুধবার বিকেল ৪টা ৩০ মিনিটে সল্ট লেক সিটি বিমানবন্দর থেকে ডাচ রাজধানী অ্যামস্টারডামের উদ্দেশে যাত্রা শুরু করে ডেল্টা এয়ারলাইনসের ফ্লাইট ৫৬। প্রায় ৯ ঘণ্টার এই যাত্রাপথে মাত্র দুই ঘণ্টার মাথায় বিমানটি প্রবল ঝাঁকুনির সম্মুখীন হয়।
পরিস্থিতি মোকাবিলায় পাইলট বিমানটি জরুরি ভিত্তিতে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মিনিয়াপোলিস বিমানবন্দরে অবতরণ করান। অবতরণের সঙ্গে সঙ্গে একটি জরুরি চিকিৎসক দল বিমানবন্দরে উপস্থিত হয়ে যাত্রী ও ক্রুদের শারীরিক অবস্থা পরীক্ষা করে। পরে আহত ২৫ জনকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইটটিতে মোট ২৭৫ জন যাত্রী এবং ১৩ জন ক্রু ছিলেন। সংস্থাটির বিবৃতিতে বলা হয়, ‘আমরা আমাদের যাত্রীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিচ্ছি।’
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB)-এর হিসাব অনুযায়ী, ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত টার্বুলেন্সজনিত কারণে অন্তত ২০৭ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। এদের প্রত্যেককেই কমপক্ষে ৪৮ ঘণ্টা হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।
বিশ্বজুড়ে প্রতিবছর প্রায় ৩৫ মিলিয়ন ফ্লাইট পরিচালিত হয়। তার মধ্যে প্রায় ৫ হাজার ফ্লাইটে তীব্র বা গুরুতর ঝাঁকুনির ঘটনা ঘটে থাকে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ‘সিভিয়ার টার্বুলেন্সে’ ১.৫ জি-ফোর্সের বেশি চাপ সৃষ্টি হয়, যা যাত্রীদের আসন থেকে ছিটকে পড়ার মতো পরিস্থিতি তৈরি করে। সিটবেল্ট না পরলে এ ধরনের দুর্ঘটনা প্রাণঘাতী হতে পারে বলেও সতর্ক করেছেন তারা।
বিডি প্রতিদিন/আশিক