২০০৬ সালে মুম্বাইয়ের লোকাল ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণে ১৮৯ জন নিহত ও ৮০০ জনের বেশি আহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় দণ্ডপ্রাপ্ত ১২ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন বোম্বে হাইকোর্ট। রায় ঘোষণার সময় আদালত জানায়, রাষ্ট্রপক্ষ অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।
হাইকোর্টের বিচারপতি অনিল কিলোর ও বিচারপতি শ্যাম চাঁদকের সমন্বয়ে গঠিত বেঞ্চ বলেন, আসামিদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল তা বিশ্বাসযোগ্য নয় এবং দণ্ড বজায় রাখার মতো যথেষ্ট প্রমাণ উপস্থাপন করতে রাষ্ট্রপক্ষ সক্ষম হয়নি। তাই তাদের সাজা বাতিল করা হয়েছে।
আদালত পর্যবেক্ষণে উল্লেখ করে, বিস্ফোরণের দীর্ঘদিন পর সাক্ষীদের স্মৃতি নির্ভর করে দেওয়া বয়ান বিশ্বাসযোগ্য নয়। তদন্তে উদ্ধার হওয়া বিস্ফোরক, অস্ত্র ও মানচিত্রগুলোর সঙ্গে হামলার সরাসরি কোনো সম্পর্কও পাওয়া যায়নি। এমনকি কী ধরনের বোমা ব্যবহার করা হয়েছিল, সেটিও প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ।
রায় অনুযায়ী, যদি অন্য কোনো মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা না থাকে, তাহলে তাদের মুক্তি দিতে হবে।
২০০৬ সালের ১১ জুলাই সন্ধ্যায় মুম্বাইয়ের সাতটি লোকাল ট্রেনে মাত্র ১১ মিনিটের ব্যবধানে একাধিক বিস্ফোরণ ঘটে। অফিস ফেরা যাত্রীদের লক্ষ্য করে এই হামলায় ব্যবহৃত হয় প্রেশার কুকারে রাখা শক্তিশালী বিস্ফোরক। বিস্ফোরণ ঘটে বিভিন্ন স্টেশনের (যেমন মাতুঙ্গা রোড, মাহিম জংশন, বান্দ্রা, খার রোড, জোগেশ্বরী, ভাইয়ান্দার ও বোরিভালি) কাছাকাছি।
২০১৫ সালে মহারাষ্ট্র সংঘটিত অপরাধ দমন আইনের (এমসিওসিএ) অধীন একটি বিশেষ আদালত ১২ জনকে দোষী সাব্যস্ত করে। এর মধ্যে ৫ জনকে মৃত্যুদণ্ড এবং বাকিদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল