ভারতের নয়াদিল্লি ও সংলগ্ন অঞ্চলে বৃহস্পতিবার সকাল ৯টা ৪ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৪। জাতীয় ভূতত্ত্ব পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎসস্থল ছিল হরিয়ানার ঝজ্জর। স্থানটি রাজধানী দিল্লি থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
কম্পনের মাত্রা তীব্র না হলেও উৎসস্থল রাজধানীর খুব কাছাকাছি হওয়ায় কম্পন বেশ ভালোভাবেই টের পাওয়া যায়। দিল্লি, নয়ডা, গুরুগ্রাম, সোনিপত, হিসার, মেরঠ এবং শামলিসহ বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়। আতঙ্কে বহু মানুষ সকাল সকাল বাড়ি ও অফিস ছেড়ে রাস্তায় নেমে আসেন। দিল্লি ও এনসিআর-এ বিভিন্ন জায়গা থেকে ফ্যান, দরজা এবং আসবাবপত্র কাঁপার খবর এসেছে।
অফিসপাড়া গুরুগ্রাম ও নয়ডাতেও ভূকম্পন অনুভূত হয়। অনেক কর্মী দাবি করেছেন, কম্পনের সময় তাদের অফিসে কম্পিউটার ও আসবাবপত্র নড়েচড়ে ওঠে। কেউ কেউ আতঙ্কে বহুতল ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন।
এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এই ঘটনায় ফের একবার সামনে এল রাজধানী দিল্লির ভূমিকম্পপ্রবণতা।
ভূবিজ্ঞানীরা জানিয়েছেন, ভারতের ভূখণ্ডের প্রায় ৫৯ শতাংশ এলাকাই ভূমিকম্পপ্রবণ। সিসমিক জোনিং ম্যাপ অনুযায়ী, দিল্লি পড়ে জোন ৪-এ, যা উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল। এই জোনে ৫ থেকে ৬ মাত্রার ভূমিকম্প মাঝেমধ্যেই অনুভূত হতে পারে। গত ফেব্রুয়ারিতেও দিল্লিতে ৪ মাত্রার ভূমিকম্প হয়েছিল।
সূত্র: আনন্দবাজার
বিডি প্রতিদিন/মুসা