রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলে বহিরাগত নিয়ে ডাব পাড়ার অভিযোগ পাঁচ শিক্ষার্থী শোকজ করা হয়েছে। ‘শৃঙ্খলা পরিপন্থী’ কাজে কেন তাদের ‘আবাসিকতা কেন বাতিল করা হবে না? তা জানতে চাওয়া হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা এ কে ফজলুর হকের প্রাধ্যক্ষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ শোকজ দেওয়া হয়।
শোকজকৃতরা হলেন- হলের আবাসিক শিক্ষার্থী সুমন মিয়া, রাকিব মোল্লা, সিয়াম, ইয়াসির আরাফাত উৎস ও সবুর আলী। বহিরাগত দুইজন বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী বলে জানা গেছে।
শোকজপত্রে বলা হয়েছে, শেরে বাংলা ফজলুল হক হলের আওতাধীন ফলবান গাছসমূহ পরিচর্যা ও তদারকির জন্য বর্তমান হল প্রশাসনের উদ্যোগে আবাসিক ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে একটি তদারকি কমিটি কার্যকর আছে। গাছগুলো পরিচর্যায় বিগত কয়েক মাসে মোটা অঙ্কের অর্থ ব্যয় হয়েছে। অথচ গত ১৩ এপ্রিল দিবাগত রাত দেড়টা থেকে আড়াইটার মধ্যে হলের পূর্ব ব্লকের কয়েকজন আবাসিক ছাত্র কিছুসংখ্যক বহিরাগত নিয়ে হলের কয়েকটি নারিকেল গাছ থেকে প্রায় শতাধিক ডাব পেড়ে নিয়েছে। এটি যে কোনো বিচারে আবাসিক শিক্ষার্থীদের প্রত্যাশিত আচরণের পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। ফলবান গাছসমূহের ফল ফলাদি হলের সকল আবাসিক শিক্ষার্থী, শিক্ষক এবং হলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অধিকার। তবে বহিরাগতদের নিয়ে গভীর রাতে ডাব পেড়ে অন্যের অধিকার হরণের মত গর্হিত কাজ করায় কেন তাদের বিরুদ্ধে হলের শৃঙ্খলা পরিপন্থী কাজে সম্পৃক্ততার জন্য আবাসিকতা বাতিল করা হবে না? তা আগামী ৮ মে প্রাধ্যক্ষের কাছে লিখিতভাবে জানাতে বলা হলো।
এ ব্যাপারে অভিযুক্তরা জানান, সেদিন তারা মজা করে অল্প ডাব পেরেছিলেন। সেজন্য ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। কিন্তু প্রাধ্যক্ষ তাদের হল থেকে নামিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এতে তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন।
বিডি প্রতিদিন/আরাফাত