খাগড়াছড়ি বন বিভাগ ২টি লালজাতীয় বনমোরগ উদ্ধার করে প্রকৃতিতে অবমুক্ত করেছে। বিকেলে খাগড়াছড়ির আলুটিলা সংরক্ষিত বনাঞ্চলে বনমোরগ দুটি সবুজ প্রকৃতিতে অবমুক্ত করা হয়।
খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা সদর রেঞ্জ কর্মকর্তা মোশারফ হোসেনকে সঙ্গে নিয়ে এ বনমোরগ দুটি অবমুক্ত করেন। বন কর্মকর্তা জানান, খাগড়াছড়ি বন বিভাগ বন্যপ্রাণী রক্ষায় নিয়মিত কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সকালে খাগড়াছড়ি বাজার থেকে বন বিভাগের একটি টহল টিম বাজারে বিক্রির জন্য আনা দুটি বনমোরগ নজরে পায় এবং সেগুলো উদ্ধার করে।
বন্যপ্রাণী বিক্রির জন্য আনা বিক্রেতা তার ভুল বুঝতে পারেন এবং ভবিষ্যতে বন্যপ্রাণী শিকার বা বিক্রির কাজে লিপ্ত থাকবেন না বলে অঙ্গীকার করেন।
পরে উদ্ধার করা বনমোরগ দুটি বিভাগীয় বন কর্মকর্তা প্রাকৃতিক বনে অবমুক্ত করেন।
বন কর্মকর্তা বলেন, মানুষের যেমন বাঁচার অধিকার আছে, তেমনি প্রাণীদেরও প্রকৃতিতে বাঁচার অধিকার রয়েছে। এসব প্রাণী প্রকৃতির অলংকার। দিন দিন বনউজাড় ও বন্যপ্রাণী শিকারের ফলে এসব প্রাণী প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে। আমরা যদি প্রাণীগুলোকে রক্ষা না করি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এদের চিনবে না এবং দেখতে কেমন সেটাও জানতে পারবে না। বন ও বন্যপ্রাণী প্রকৃতিতে থাকলে তবেই প্রকৃতি থাকবে সুন্দর ও প্রাণবন্ত।
বনউজাড় ও বন্যপ্রাণী শিকার আইনত দণ্ডনীয় অপরাধ। খাগড়াছড়ি বন বিভাগ বন্যপ্রাণী শিকার থেকে বিরত থাকার আহ্বানে নিয়মিত সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করে যাচ্ছে।
বিডি প্রতিদিন/আশিক