নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় প্লেটু রাজ্যে সশস্ত্র হামলায় সোমবার ভোরে অন্তত ৫১ জন নিহত হয়েছেন। রাজ্যের অন্য এক অংশে মাত্র দুই সপ্তাহ আগে সংঘর্ষে আরও বহু মানুষ প্রাণ হারান।
গত সপ্তাহে জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনইমএ) জানায়, প্লেটু রাজ্যে কয়েকদিন ধরে চলা একাধিক হামলায় কমপক্ষে ৫২ জন নিহত এবং প্রায় ২,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এলাকাটি দীর্ঘদিন ধরে কৃষক ও পশুপালকদের মধ্যে সংঘর্ষের জন্য পরিচিত।
সোমবার, স্থানীয় বাসিন্দারা জানান, বাসসা জেলার জিক্কে ও কিমাক্পা গ্রাম থেকে ৫১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও অনেকেই আহত হয়েছেন বলে জানা গেছে।
হামলার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে স্থানীয় বাসিন্দা জোসেফ চুদু ইয়ঙ্কপা দাবি করেন হামলাকারীরা ছিল পশুপালক, তিনি বলেন, এখনই গণকবর দেওয়া হচ্ছে। ব্যাপক ক্ষোভ ও শোক বিরাজ করছে ওই এলাকায়।
বিডি প্রতিদিন/এএম