পাকিস্তানের তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠীর একাধিক হামলায় পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ হামলায় ছয়জন আহত হয়েছেন।
আরব নিউজ তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, শুক্রবার পুলিশ জানিয়েছে, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একাধিক হামলায় পাকিস্তানি তালেবানরা কমপক্ষে পাঁচজন পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে এবং ছয়জন আহত হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, খাইবার পাখতুনখোয়া প্রদেশে কমপক্ষে পাঁচটি পৃথক হামলা হয়েছে।
মার্চের মাঝামাঝি সময়ে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ‘বসন্ত অভিযান’ ঘোষণা করে টিটিপি। এর পর থেকে পার্বত্য প্রদেশ খাইবারপাকতুনখোয়া প্রদেশে ৮০টির বেশি হামলার দায় স্বীকার করেছে তারা।
প্রাদেশিক রাজধানী পেশোয়ারের পুলিশপ্রধান কাশেম আলী বলেছেন, সাম্প্রতিক সময়ে পুলিশের ওপর হামলা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে।
তিনি বলেন, টিটিপি তাদের অভিযানের ঘোষণা দেওয়ার দুই দিনের মধ্যেই অন্তত ৯টি হামলা চালায়। সূত্র: আরব নিউজ
বিডি প্রতিদিন/নাজিম