যুক্তরাষ্ট্রের মিনেসোটার রিপাবলিকান আইনপ্রণেতারা ‘ট্রাম্প ডিরেঞ্জমেন্ট সিনড্রোম’ (টিডিএস) নামক একটি অবস্থাকে মানসিক রোগ হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব দিয়েছেন।
প্রস্তাবিত সংজ্ঞা অনুসারে—টিডিএস হলো এমন একটি অবস্থা, যেখানে কোনো ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও প্রেসিডেন্সির প্রতি অযৌক্তিক প্রতিক্রিয়া দেখান।
বিতর্কিত বিল উত্থাপন
মিনেসোটার পাঁচজন রিপাবলিকান আইনপ্রণেতা এই বিলটি উত্থাপন করেন। তারা বলেন, ‘টিডিএস আক্রান্ত ব্যক্তিরা রাজনৈতিক মতবিরোধ ও মানসিক অবস্থার মধ্যে পার্থক্য করতে অসুবিধায় পড়েন।’
বিলটির অন্যতম লেখক সিনেটর গ্লেন গ্রুয়েনহাগেন দাবি করেন, ট্রাম্প সমালোচকদের ‘অযৌক্তিক আচরণ’ গভীর মনস্তাত্ত্বিক সমস্যার ইঙ্গিত দেয়। তিনি বলেন, ‘এই বিল শুধুমাত্র রাজনৈতিক মতবিরোধ নয়, বরং এই সমস্যার সমাধান খুঁজতে চায়।’
এই প্রস্তাবের পক্ষে যুক্তি দিয়ে গ্রুয়েনহাগেন বলেন, ‘আমরা যুক্তিসংগত বিতর্ক করতে পারি। তবে সহিংস ও অযৌক্তিক প্রতিক্রিয়া গ্রহণযোগ্য নয়। যেমন—টেসলা ডিলারশিপ পুড়িয়ে দেওয়া, ট্রাম্পের টুপি পরা ব্যক্তিদের হুমকি দেওয়া, অথবা ট্রাম্পের স্টিকার লাগানো গাড়ি ধাওয়া করা।’
তবে তিনি স্বীকার করেছেন, এই বিল মিনেসোটা সিনেটে পাস হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম, কারণ সেখানে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তিনি বলেন, ‘আমরা সবাই জানি, ডেমোক্র্যাটরা এবং গভর্নর ওয়ালজ এই বিল পাস করতে দেবেন না। তাই শান্তভাবে বিষয়টি বিবেচনা করুন।’
সমালোচনা ও বিতর্ক
‘ট্রাম্প ডিরেঞ্জমেন্ট সিনড্রোম’ শব্দগুচ্ছটি মূলত ট্রাম্প সমর্থকদের ব্যবহার করা একটি রাজনৈতিক শব্দ, যা ট্রাম্পবিরোধীদের আচরণ ব্যঙ্গ করতে ব্যবহৃত হয়। অনেক সমালোচক মনে করেন, এটি ট্রাম্পের নীতি ও আচরণের যৌক্তিক সমালোচনাকে খারিজ করার একটি কৌশল।
সোর্স: দ্যা ইকোনমিক টাইমস
বিডি প্রতিদিন/আশিক