টানা কয়েক দিন শ্বাসকষ্টে ভোগার পর গত ১৪ ফেব্রুয়ারি পোপ ফ্রান্সিসকে রোমের জেমেলি হাসপাতালে ভর্তি করা হয়। এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। এরই মধ্যে হাসপাতাল থেকে পাঠানো এক চিঠিতে সারা বিশ্বের সংঘাতময় পরিস্থিতির অবসান চেয়েছেন তিনি।
ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন পোপ ফ্রান্সিস। হাসপাতাল থেকেই মঙ্গলবার (১৮ মার্চ) চিঠিটি পাঠান তিনি।
বার্তা সংস্থাটি জানায়, ভ্যাটিকানের সর্বাধিক প্রচারিত দৈনিক ‘করিয়েরে দেলা সেরা’ পত্রিকায় প্রকাশিত এক চিঠিতে পোপ বলেছেন, ‘যেখানে যুদ্ধ কেবল মানব সম্প্রদায়ের মধ্যে সংঘাত, প্রাণহানি ও ভয়াবহ ধ্বংস ডেকে আনে, সেক্ষেত্রে আমাদের সকলের উচিত আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে নতুন সুন্দর এবং গ্রহণযোগ্য জীবন উপহার দেওয়া।’
বিডি প্রতিদিন/নাজিম