যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তি করতে সম্মতি জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প নিজেই এ কথা জানান।
তিনি বলেন, “আজই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির কাছ থেকে একটি চিঠি পেয়েছি। তিনি জানিয়েছেন- একটি খনিজ চুক্তি স্বাক্ষর করতে এবং যুদ্ধ শেষ করতে প্রস্তুত তারা।”
ট্রাম্প বলেন, “আমি ইউক্রেনের নৃসংশ সংঘাতের অবসানের জন্য অক্লান্ত পরিশ্রম করছি। সেখানে প্রতি সপ্তাহে হাজার হাজার রাশিয়ান এবং ইউক্রেনীয় নিহত হচ্ছে। আমি চাই- এটি বন্ধ হোক।”
এ সময় ট্রাম্প বলেন, “আপনারা কি চান এটি আরও পাঁচ বছর ধরে চলতে থাকুক?”
তারপর ট্রাম্প ইউরোপের সমালোচনা করে বলেন, তারা ইউক্রেনকে সাহায্য করার চেয়ে রাশিয়ান তেলের জন্য বেশি অর্থ ব্যয় করেছে। বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে শত শত বিলিয়ন ডলার সাহায্য দিয়েছে।
উল্লেখ্য, রাশিয়ার সঙ্গে শান্তিচুক্তি নিয়ে আলোচনার জন্য গত ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে বৈঠকের এক পর্যায়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে নজিরবিহীন বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি এতটাই বেগতিক ছিল যে, আপ্যায়ন ছাড়াই হোয়াইট হাউস ছেড়ে বেরিয়ে যান জেলেনস্কি।
এ ঘটনার জেরে ইউক্রেনের জন্য সব ধরনের সামরিক সহায়তা সাময়িকভাবে স্থগিত করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়ার ওপর দেওয়া নিষেধাজ্ঞা শিথিলের পরিকল্পনাও করছে তারা।
যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের পর মঙ্গলবার জেলেনস্কি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে লিখেছেন, ইউক্রেনে টেকসই শান্তির লক্ষ্যে তিনি ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বে কাজ করতে চান। ওয়াশিংটনের সঙ্গে খনিজ চুক্তি করতেও প্রস্তুত আছেন তিনি। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/একেএ