হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বাগবিতণ্ডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই দুষলেন যুক্তরাষ্ট্রের ১৪ ডেমোক্র্যাটিক গভর্নর। তারা ইউক্রেনের সঙ্গে সংহতিও প্রকাশ করেছেন।
শুক্রবার ওভাল অফিসে বৈঠকে ট্রাম্প-জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ে উদ্ভূত পরিস্থিতিতে তারা কিয়েভের পক্ষেই অবস্থান নেন।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ১৪ ডেমোক্র্যাটিক গভর্নর যৌথ বিবৃতি দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পক্ষে দাঁড়ান। বৈঠকে উত্তেজনার জন্য তারা ট্রাম্পকেই দোষারোপ করেন।
গভর্নররা বলেছেন, ভ্লাদিমির পুতিনের কথা বিশ্বাস না করার জন্যই জেলেনস্কিকে তিরস্কার করেছেন ট্রাম্প ও ভ্যান্স। আর এ কাজের জন্য ওভাল অফিস ব্যবহার করেছেন রিপাবলিকান দলের ক্ষমতাসীনরা।
বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়ার আক্রমণের পর জেলেনস্কি তার জাতির জন্য এবং তার জনগণের স্বাধীনতার জন্য লড়াই করছেন। তার কাজকে ক্ষুণ্ন করার পরিবর্তে বিশ্ব মঞ্চে আমেরিকানদের শক্তিশালী গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করতে হবে।
ডেমোক্র্যাটিক পার্টির অর্ধেকেরও বেশি গভর্নর বিবৃতিতে স্বাক্ষর করেছেন। তাদের মধ্যে রয়েছেন- কেন্টাকির অ্যান্ডি বেশিয়ার, নিউ ইয়র্কের ক্যাথি হোচুল, পেনসিলভানিয়ার জশ শাপিরো, মিনেসোটার টিম ওয়ালজ এবং মিশিগানের গ্রেচেন হুইটমার। সূত্র: আল-জাজিরা
বিডি প্রতিদিন/একেএ