পবিত্র রমজান উপলক্ষে সারাবিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, রমজান সহানুভূতি, সহমর্মিতা ও উদারতার বাস্তব প্রতিফলন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় তিনি বলেন, “বিশ্বজুড়ে মুসলমানরা রমজান পালন শুরু করতে চলেছেন, আমি তাদের উষ্ণ শুভেচ্ছা জানাই।”
গুতেরেস বলেন, “রমজান পরিবার ও সমাজের সঙ্গে সংযোগ স্থাপনের সময়, পাশাপাশি কম ভাগ্যবানদের স্মরণ করার সুযোগ।”
যুদ্ধবিধ্বস্তদের প্রতি বিশেষ বার্তা
গাজা, সুদান, সাহেলসহ সংঘাতপূর্ণ অঞ্চলের মানুষদের প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি বলেন, “যারা সহিংসতা ও বাস্তুচ্যুতির মধ্যে রমজান পালন করবেন, আমি তাদের পাশে আছি।”
তিনি আরও বলেন, “আমি শান্তি ও পারস্পরিক সম্মানের আহ্বান জানাই।”
শনিবার থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু হতে যাচ্ছে। দক্ষিণ এশিয়ায় একদিন পর ২ মার্চ বাংলাদেশে রমজানের রোজা শুরু হতে পারে।
আবহাওয়াবিদদের মতে, এবারের রমজান বসন্তকালে পড়ায় তুলনামূলক শীতল থাকবে। সৌদি আরব, কুয়েত, মিসর ও কাতারে প্রতিদিন ১৩ ঘণ্টা রোজা রাখতে হবে।
বিডি প্রতিদিন/আশিক