বুধবার মিশর গাজার প্রশাসন দখলের জন্য ইসরায়েলি বিরোধীদলীয় নেতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। মিশর এই ধারণাটিকে "অগ্রহণযোগ্য" এবং দীর্ঘদিনের মিশরীয় ও আরব নীতির পরিপন্থী বলে অভিহিত করেছে।
মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তামিম খাল্লাফ বলেছেন, "গাজার বিষয়ে মিশরীয় ও আরবদের অবস্থানের ধ্রুবককে এড়িয়ে যাওয়া যেকোনো ধারণা বা প্রস্তাব প্রত্যাখ্যান এবং অগ্রহণযোগ্য।"
প্রেস বিবৃতিতে খাল্লাফ বলেন, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাকে এড়িয়ে যাওয়ার যেকোনো পরামর্শ "অর্ধ-সমাধান" যা সংঘাত সমাধানের পরিবর্তে দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি তৈরি করে।
তিনি বলেন, গাজা উপত্যকা এবং পশ্চিম তীর, ইসরায়েল-অধিকৃত পূর্ব জেরুজালেমসহ, ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ যা পূর্ণ ফিলিস্তিনি সার্বভৌমত্ব এবং ব্যবস্থাপনার অধীনে থাকা উচিত।
মঙ্গলবার ইসরাইলি নেতা লাপিদ বলেন, যুদ্ধ শেষ হওয়ার পর মিশরের কমপক্ষে আট বছর গাজা উপত্যকা পরিচালনা করা উচিত, যার বিনিময়ে বিশাল ঋণ মওকুফ করা হবে।
মিশর বারবার গাজা উপত্যকার ২৪ লক্ষ ফিলিস্তিনি বাসিন্দাকে স্থানান্তরিত করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এই ধরণের গণ-স্থানচ্যুতিকে রেড লাইন বলে অভিহিত করেছে।
যুদ্ধবিধ্বস্ত ছিটমহলের বাসিন্দাদের মিশর বা জর্ডানে স্থানান্তরিত করার পর যুক্তরাষ্ট্রের দখল এবং মালিকানা নেওয়ার পরিকল্পনার বিরুদ্ধে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে।
সূত্র: এএফপি
বিডি প্রতিদিন/নাজমুুল