পেরুতে ফুড কোর্টের ছাদ ধসে কমপক্ষে তিনজন জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় প্রায় ৭৪ জন আহত হয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থাটি জানায়, পেরুর উত্তরাঞ্চলে রিয়াল প্লাজা শপিং কমপ্লেক্সে ছাদ ধসের ঘটনাটি ঘটেছে।
ফায়ার ডিপার্টমেন্টের কমান্ডার গেলকি গোমেজ শুক্রবার আমেরিকা টিভিকে জানিয়েছেন, এ পর্যন্ত তিনজন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী।
এ ছাড়া প্রথমে স্বাস্থ্য মন্ত্রণালয় ২০ জন আহত হওয়ার খবর দিলেও স্থানীয় সরকারি স্বাস্থ্য কর্মকর্তা আনিবাল মোরিলো পরে আহতের সংখ্যা বেড়ে ৭৪-এ পৌঁছেছে বলে জানান।
মোরিলো আরপিপি রেডিওকে বলেছেন, আমরা ৭৪ জন আহত ব্যক্তিকে হাসপাতাল ও ক্লিনিকে সরিয়ে নিয়েছি, যাদের মধ্যে ১০টি শিশু। ১১ জন গুরুতর আহত।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ছাদ ধসের সময় শপিংমলের ফুড কোর্টে অনেক পরিবার অবস্থান করছিল।
বিডি প্রতিদিন/নাজিম