মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সৌদি আরব যাচ্ছেন। সেখানে তিনি গাজার উন্নয়ন নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এই তথ্য জানানো হয়েছে।
আরব রাষ্ট্রগুলো গাজা পুনর্গঠনের জন্য যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা করার পরিকল্পনা করছে। সম্ভবত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকা পুনর্নির্মাণের প্রস্তাবের বিরুদ্ধেই অবস্থানই প্রাধান্য পাবে তাদের আলোচনায়।
ডোনাল্ড ট্রাম্প পুনর্গঠনের নামে গাজা খালি করার প্রস্তাব দিয়েছেন। তিনি চান জর্ডান, মিশর ও সৌদি আরবের মতো দেশগুলো বাস্তুচ্যুত এসব ফিলিস্তিনিকে আশ্রয় দিক।
আর ট্রাম্পের কথা মেনে যদি মিশর ও জর্ডান এসব ফিলিস্তিনদের আশ্রয় না দেন, তবে সাহায্য বন্ধ করে দেয়ার হুঁশিয়ারিও দিয়েছে ট্রাম্প প্রশাসন।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজমুল