আমদানিকৃত ভেজাল ও নকল কসমেটিকস ও স্কিন কেয়ার পণ্য জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। মানহীন কসমেটিকস ব্যবহার করে ক্যান্সারসহ নানারকম রোগে আক্রান্ত হচ্ছে ভোক্তারা। সংশ্লিষ্টরা বলছেন, ভেজাল ও নকল প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভেজালকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। বিএসটিআইর বেশ কয়েকটি অভিযানে উঠে এসেছে নকল ও ভেজাল কসমেটিকসের ভয়াবহ চিত্র। বিএসটিআই বাজার থেকে ৩৪টি পণ্য পরীক্ষা করে জানায় আমদানিকৃত এসব পণ্যের ১৭টিই ভেজাল ও মানহীন। এতে ভোক্তাদের মাঝে উদ্বেগ আরও বেড়েছে। মিরপুর শাহ আলী প্লাজার দোকানে আমদানিকৃত কসমেটিকস ও স্কিন কেয়ার পণ্যের সিংহ ভাগই ভেজাল ও ত্বকের জন্য ক্ষতিকর বলে অভিযানে উঠে আসে। এমনকি নিষিদ্ধ বিদেশি স্কিন ক্রিমও সেখানে বিক্রি, বিতরণ ও প্রদর্শন অবস্থায় পায় বিএসটিআই। হাতিরঝিলে পুলিশ প্লাজায় একটি ব্র্যান্ডশপে অভিযান চালায় বিএসটিআইর টিম। এ সময় বাধ্যতামূলক তালিকায় থাকা বেশ কয়েক ধরনের পণ্য বিএসটিআই সার্টিফিকেট না নিয়েই বিক্রি করা হচ্ছিল। তা ছাড়া এসব পণ্যের কোনোটিরই আমদানি তথ্য বা ছাড়পত্র দেখাতে না পারায় সাত দিনের সময় দিয়ে সতর্ক করে দেয়। একই দিনে মিরপুরে অপর একটি অভিযানে বিএসটিআই মান সনদ ও ছাড়পত্র ছাড়া আমদানি করা বিদেশি কসমেটিকস পাওয়া যায়। এসব পণ্যের বিপরীতে মান সনদ ও আমদানি তথ্য না দেখাতে পারায় সতর্ক করে জরিমানা করেন বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট। ভেজাল ও নকলের বিরুদ্ধে বিএসটিআইর এ অভিযানকে স্বাগত জানিয়ে উদ্যোক্তারা বলেন, বাংলাদেশে হাতের নাগালের মধ্যেই পাওয়া যাচ্ছে সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বিশ্বমানের কসমেটিকস ও স্কিন কেয়ার পণ্য। ইতোমধ্যে অথেনটিক কসমেটিকসের রিটেইল শপও চালু হয়েছে। তারা ক্রেতাদের অনুরোধ জানিয়েছেন ভেজাল পণ্য কিনে প্রতারিত না হতে। এ প্রসঙ্গে অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোর্টার্স অব বাংলার জেনারেল সেক্রেটারি জামাল উদ্দীন বলেন, ‘বিএসটিআইর অভিযানে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। যারা ভেজাল ও নকল কসমেটিকস আমদানি করছে তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। বাংলাদেশ এখন বিশ্ববাজারে কসমেটিকস ও স্কিন কেয়ার পণ্যের রপ্তানিকারক দেশ হতে চলেছে।
শিরোনাম
- কাশ্মীর সীমান্তে নিজ রাইফেলের গুলিতে ভারতীয় সেনা নিহত
- আজও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- বেনফিকার জার্সিতে আর দেখা যাবে না ডি মারিয়াকে
- জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত : সহমর্মিতা জানালেন হিলারি ক্লিনটন
- চলতি মাসেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা
- তিন দলের প্লে-অফ নিশ্চিত, চতুর্থ স্থান নিয়ে জমজমাট লড়াই
- ফিজের প্রত্যাবর্তনের দিনে দিল্লির বড় হার, প্লে-অফে গুজরাট
- ১৯ বার এভারেস্ট জয় করে ব্রিটিশ পর্বতারোহীর বিশ্বরেকর্ড
- ভারতে কমেছে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার, বাড়ছে যুক্তরাষ্ট্রে
- রাহুলের সেঞ্চুরিতে দিল্লির ১৯৯ রানের পুঁজি
- ফাইনালে টাইব্রেকারে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশের
- চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস
- পদোন্নতিতে অতিরিক্ত আইজিপি হলেন ১২ জন
- মিরপুরে বস্তির আগুন নিয়ন্ত্রণে
- মিরপুরের শ্যামলপল্লি বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
- আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুস্তাফিজের বিশ্বরেকর্ড
- সৌদি আরবে ১৫ হাজার অবৈধ অভিবাসী গ্রেফতার
- পশ্চিমবঙ্গে গ্রেফতার তিন বাংলাদেশি
- টস হেরে ব্যাটিংয়ে দিল্লি, একাদশে মুস্তাফিজ
- শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চুরি হওয়া ১৩ ল্যাপটপসহ চক্রের ৪ সদস্য আটক
ভেজাল মানহীন পণ্যে বাজার সয়লাব
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর