ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা শহরে বিশুদ্ধ পানি সহায়তা পাঠিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীরা। সুপেয় পানির তীব্র সংকট নিরসনে ‘Hands For Humanity’ ফাউন্ডেশনের উদ্যোগে ‘ফুড প্রজেক্ট সেপ্টেম্বর-২০২৫’ শিরোনামে এ প্রকল্প পরিচালনা করে তারা। তৃতীয় পর্যায়ের এ প্রকল্পের মাধ্যমে ৫০০ জনের মধ্যে ৩ হাজার লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। এর আগে প্রথম পর্যায়ে ‘ফুড প্রজেক্ট জুলাই-২০২৫’ প্রকল্পের মাধ্যমে গাজার মানুষকে শুকনো খাদ্যসামগ্রী বিতরণ এবং দ্বিতীয় পর্যায়ে গাজার ২৫টি পরিবারকে খাদ্যসামগ্রী প্রেরণ করা হয়। সম্পূর্ণ প্রকল্পটি বাস্তবায়নে ২৪০ মার্কিন ডলার ব্যয় হয়, যা সংগঠনটির সদস্য ও বিভিন্ন শুভাকাক্সক্ষীর আর্থিক সহযোগিতায় সংগৃহীত হয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা রায়হান কবির জানান, ফিলিস্তিনের অসহায়, ক্ষুধার্ত ও পিপাসার্ত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে তারা এ উদ্যোগ নেন। এর আগে সংগঠনটি দুটি ফুড প্রজেক্ট বাস্তবায়ন করে গাজার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, ‘সংগঠনটিকে স্থায়ী কাঠামো দিতে গঠনতন্ত্র প্রণয়নসহ আনুষ্ঠানিক কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে।’ বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রায়হান কবির ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে এ ‘হ্যান্ডস ফর গাজা’ ফাউন্ডেশন গঠন করেন।