আয়ারল্যান্ডের শেষ উইকেটের পতন হয় ২৬৫ রানে। তখনো বাংলাদেশ থেকে ২১১ রানে পিছিয়ে সফরকারীরা। টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চাইলেই ফলোঅন করাতে পারতেন সফরকারীদের। নিয়ম মেনে ইনিংসের ব্যবধান যদি ২০০ রান হয়, তাহলে প্রতিপক্ষকে ফলোঅন করাতে পারে এগিয়ে থাকা দল। স্বাগতিক অধিনায়ক নাজমুল সে পথে হাঁটেননি। ইতিহাসের পাতায় চিরস্থায়ী হওয়া মুশফিকের শততম টেস্টটিতে বোলারদের ক্লান্তি এড়াতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে নাজমুল বাহিনী। ওপেনার মাহমুদুল হাসান জয়ের উইকেট হারিয়ে ১৫৬ রান তুলে তৃতীয় দিন শেষ করে বাংলাদেশ। টেস্টের আজ চতুর্থ দিন ৩৬৭ রানে এগিয়ে ব্যাটিং করবেন টাইগাররা। কত রানে এগিয়ে ইনিংস ঘোষণা করবেন টাইগার অধিনায়ক নাজমুল? সিলেটে ইনিংস ও ৪৭ রানে জিতে সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ। মিরপুর টেস্টটি জিতলে হোয়াইটওয়াশ করবে আয়ারল্যান্ডকে। দ্বিতীয় দিন আয়ারল্যান্ড শেষ করেছিল ৫ উইকেটে ৯৮ রান তুলে। গতকাল তৃতীয় দিন আইরিশ ব্যাটাররা স্বাগতিক তিন স্পিনার তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ ও হাসান মুরাদের ঘূর্ণির বিপক্ষে লড়াই করেছেন। উইকেটরক্ষক লরকান টাকার ও স্টিফেন দেহানি ষষ্ঠ উইকেট জুটিতে ৮১ রান যোগ করে দলের বিপর্যয় রোধ করেন। দেহানিকে ব্যক্তিগত ৪৬ রানে বোল্ড করে সাজঘরে ফেরান তাইজুল ৫৮.১ ওভারে। এক বল পরে ৫৮.৩ ওভারে ফের আঘাত হানেন তাইজুল। দলীয় ১৭৫ রানেই আউট করেন অ্যান্ডি ম্যাকব্রাইনকে। যিনি বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেট নেন অফ স্পিনে। ১৭৫ রানে ৭ উইকেট হারিয়ে সফরকারীরা যখন পুরোপুরি কোণঠাসা, তখন টাকার ও জর্দান নেইল অষ্টম উইকেট জুটিতে যোগ করেন ৭৪ রান। নেইল ব্যক্তিগত ৪৯ রানে আউট হন পেসার ইবাদত হোসেনের বলে। ২৪৯ রানে অষ্টম উইকেটের পতনের পর খুব বেশি রান করতে পারেনি আইরিশরা। লরকান টাকারের অপরাজিত ৭৫ রানে ভর করে আয়ারল্যান্ড ২৬৫ রানে অলআউট হয় ৮৮.৩ ওভারে। বাঁ-হাতি স্পিনার তাইজুল ৭৬ রানে ৪টি এবং খালেদ আহমেদ ও হাসান মুরাদ দুটি করে উইকেট নেন। ২১১ রানে এগিয়ে টাইগার দুই ওপেনার সাদমান ইসলাম ও জয় ১১৯ রানের জুটি গড়েন। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের তিন ইনিংসে টানা পঞ্চাশ ঊর্ধ্ব রানের জুটি গড়েন। সিলেটে দুই ওপেনার উদ্বোধনী জুটিতে ১৬৮ রান করে। মিরপুরে প্রথম ইনিংসে ৫২ ও দ্বিতীয় ইনিংসে ১১৯ রান। টেস্ট ক্রিকেটে এই প্রথম বাংলাদেশ টানা তিন ইনিংসে পঞ্চাশ ঊর্ধ্ব রানের জুটি গড়েছে। সাদমান ৬০ ও মুমিনুল হক ১৯ রানে অপরাজিত রয়েছেন। জয় আউট হয়েছেন ৬০ রানে।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
মিরপুর টেস্টে চালকের আসনে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর