শাপলা প্রতীক পাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটিকে নিজস্ব বিবেচনায় প্রতীক বরাদ্দ দিয়ে চলতি সপ্তাহেই নিবন্ধনসংক্রান্ত আদেশ জারি করবে নির্বাচন কমিশন। গতকাল আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। এনসিপি নির্বাচনি প্রতীক হিসেবে কাঙ্ক্ষিত ‘শাপলা’ না পেলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে নামবে বলে রবিবার হুঁশিয়ারি দেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ বলেন, কমিশন ইতোমধ্যেই তাদের অবস্থান জানিয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো বিকল্প প্রস্তাব কমিশনের কাছে আসেনি। এখনো কমিশন আগের অবস্থানে আছে। কমিশন নিজস্ব বিবেচনা অনুযায়ী দলটিকে প্রতীক বরাদ্দ দিয়ে চলতি সপ্তাহেই আদেশ জারি করবে বলেও জানান তিনি।
নির্বাচন কমিশন পুনর্গঠনে এনসিপির দাবির বিষয়ে আখতার আহমেদ বলেন, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। রাজনৈতিক বিষয় কমিশনের এখতিয়ারের বাইরে। তিনি বলেন, আমরা আমাদের সাংবিধানিক দায়িত্বের জায়গা থেকে কাজ করছি। সবাই সহযোগিতা করলে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
সেপ্টেম্বরে রাজনৈতিক দল নিবন্ধন এবং মধ্য অক্টোবরে পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন শেষ করার লক্ষ্য ঠিক করেছিল ইসি। এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ বলেন, কর্মপরিকল্পনা অনুযায়ী, দুটি বিষয়ে কিছুটা পিছিয়ে আছে কমিশন। একটি হলো রাজনৈতিক দল নিবন্ধন, অন্যটি পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন। ২২টি রাজনৈতিক দলকে আমরা প্রাথমিকভাবে বিবেচনাযোগ্য মনে করেছি। এদের বিষয়ে মাঠপর্যায়ে অতিরিক্ত কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে। ইনশাআল্লাহ, এ সপ্তাহের মধ্যেই তা সম্পন্ন করতে পারব। এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, হ্যাঁ, আমরা সামান্য পিছিয়ে আছি, তবে দুশ্চিন্তার কিছু নেই। বাকি সময়ের মধ্যেই সবকিছু কাভার করা সম্ভব হবে।